উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি(ICC Champions Trophy) চলাকালীন ক্রিকেটারদের পরিবার যেতে পারবেন তাঁদের কাছে! ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এমনটাই জানানো হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি নির্দেশিকায় জানানো হয়েছিল যে, ৪৫ বা তাঁর বেশি দিনের বিদেশ সফর থাকলে সেখানে ২ সপ্তাহের জন্য পরিবার ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি কম দিনের প্রতিযোগিতা। যদি ভারত ফাইনালেও উঠে তবুও এই সফর ৩ সপ্তাহের বেশি চলবে না। ফলত বোর্ডের নির্দেশ অনুযায়ী এই দুবাই সফরে ক্রিকেটারদের পরিবারের সঙ্গে যাওয়ার উপরেও ছিল নিষেধাজ্ঞা। সূত্রের খবর, এক সিনিয়র ক্রিকেটার পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার আবেদনও জানিয়েছিলেন বোর্ডের কাছে, যা নাকচ করে দেওয়া হয় বিসিসিআই-এর তরফ থেকে।
তবে এবার বিসিসিআই-এর তরফে জানানো হল যে, একটি ম্যাচের জন্য ক্রিকেটারদের পরিবারের সদস্যরা যেতে পারবেন দুবাই। তবে কোন ম্যাচে কোন ক্রিকেটারের পরিবার দুবাই যাবেন সে কথা বোর্ডকে লিখিত জানাতে হবে। তারপরেই বোর্ডের তরফে এই বিষয়ে অনুমতি দেওয়া হবে বলে জানা গিয়েছে।