উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কৃষক আন্দোলনে (Farmers’ Movement) আবারও মৃত্যু। এবার বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক কৃষক। মৃত কৃষক পঞ্জাবের তরণ তারন জেলার পাহুবিন্দের বাসিন্দা। এদিন আন্দোলন চলাকালীন বিষ খেয়ে নেন তিনি। সঙ্গী আন্দোলনকারী কৃষকরা দ্রুত তাঁকে পাটিয়ালার রাজেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। এদিন শম্ভু সীমানায় আন্দোলনরত সতীর্থদের সঙ্গে ছিলেন ৫৫ বছরের ওই কৃষক। সেখানেই আচমকা সঙ্গে আনা বিষ খেয়ে নেন তিনি। আন্দোলনকারী আর এক কৃষক তেজবীর সিংয়ের অভিযোগ, কেন্দ্রের উপর ক্ষোভ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওই কৃষক।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর শম্ভু সীমানাতেই আত্মহত্যা করেছিলেন আরও এক কৃষক। তারপর আবারও আত্মহত্যার ঘটনা ঘটল। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষিঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে দিল্লি সংলগ্ন পঞ্জাব ও হরিয়ানার শম্ভু ও খানাউড়ি সীমানায় অবস্থান করছেন তাঁরা। কেন্দ্র দাবি না মেটানো পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে বলে ঘোষণা করেছেন কৃষকরা।