রাঙ্গালিবাজনা: হাতির হানায় সংকটে মাদারিহাটের কৃষকরা। হাতির প্রিয় খাদ্যগুলির মধ্যে অন্যতম হল কলাগাছ। মাদারিহাটে একের পর এক কলাবাগান সাবাড় করছে হাতি। কলার লোভে গ্রামে ঢুকে হানা দিচ্ছে বাড়িতেও। ভাঙচুর চালাচ্ছে ঘরে। পরিত্রাণ পেতে বড় আশা নিয়ে চাষ করা কলাগাছ কেটে ফেলছেন অনেকেই। এদিকে বিঘার পর বিঘা ভুট্টাখেত তছনছ হয়ে যাচ্ছে হাতির হানায়। কিছু ভুট্টা খাচ্ছে। কিন্তু বেশিরভাগ গাছ পা দিয়ে মাড়িয়ে নষ্ট করছে হাতি। উপায় না দেখে কচি ভুট্টা তুলে গবাদি পশুকে খাইয়ে দিচ্ছেন কৃষকরা।
হাতির হানা বেড়েই চলেছে মাদারিহাটের বিভিন্ন গ্রামে। আতঙ্কে ঘুমাতে পারছেন না এলাকার বাসিন্দারা। সন্ধে হলেই খাবারের লোভে বন থেকে বেরিয়ে আসছে হাতি। বুধবার রাতেও ইসলামাবাদ গ্রামে হাতি হানা দেয়। সেখানকার ভুট্টাখেত তছনছ করে দিয়েছে হাতি। এদিন থেকেই কচি ভুট্টাগুলি গবাদি প্রাণীকে খাওয়াতে শুরু করেছেন কৃষকরা। এদিকে ইসলামাবাদ গ্রামের দৌলতপুরের রশিদুল মিঁয়া তাঁর রোপণ করা সবগুলি কলাগাছই কেটে ফেলেছেন। কারণ, কলাগাছ খেতে এসে হাতি তাঁর বাড়িতে হানা দিচ্ছে। রেঞ্জার শ্রীবাস সরকার বলেন, ‘বনকর্মীরা সারারাত জেগে কাটাচ্ছেন। কিন্তু একই সঙ্গে একাধিক জায়গায় হাতি হানা দেওয়ায় সমস্যা হচ্ছে।‘