চালসা: চালসা(Chalsa) রেঞ্জের খরিয়ার বন্দর জঙ্গলে আশ্রয় নেওয়া হাতির দল সন্ধ্যার পরেই বেরিয়ে পড়ছে লোকালয়ে। নষ্ট করছে ধানখেত। বুধবার রাতে ওই দলটি খরিয়ার বন্দর জঙ্গল থেকে বেরিয়ে বাতাবাড়ি চা বাগান হয়ে পশ্চিম বাতাবাড়ি এলাকায় যায়। স্থানীয় লোকজনই হাতির দলটিকে তাড়া করে রাতে ফের খরিয়ার বন্দর জঙ্গলে ঢুকিয়ে দেয়।
উল্লেখ্য, গত সোমবার ২০ থেকে ২৫টি হাতির(Elephant Attack) একটি দল গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে চা বাগান হয়ে খরিয়ার বন্দর জঙ্গলে যায়। তারপর থেকেই হাতির দলটি খরিয়ার বন্দর জঙ্গলেই আশ্রয় নিয়েছে। চালসা রেঞ্জ ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা হাতির দলটির উপরে নজর রাখছে। জানা গিয়েছে, দলটি দুই ভাগ হয়ে একটি দল মঙ্গলবার রাত্রে গরুমারা জঙ্গলে চলে গেলেও অন্য দলটি এখনও খরিয়ার বন্দর জঙ্গলে রয়েছে। তবে হাতের দলটি খরিয়ার বন্দর জঙ্গলে আশ্রয় নিয়ে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছে জঙ্গল সংলগ্ন এলাকার জনগণ।