Friday, January 17, 2025
HomeTop NewsFarmers' protest | পুলিশের সঙ্গে সংঘর্ষে জখম ৯ কৃষক, আজকের মতো স্থগিত...

Farmers’ protest | পুলিশের সঙ্গে সংঘর্ষে জখম ৯ কৃষক, আজকের মতো স্থগিত ‘দিল্লি চলো’ কর্মসূচি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সংঘর্ষে ৯ জন আহত হওয়ার পর ‘দিল্লি চলো’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করলেন আন্দোলনরত কৃষকরা। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবিতে আন্দোলনে শামিল হয়েছেন তাঁরা। এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছে সম্মিলিত কিষাণ মোর্চা (অরাজনৈতিক) এবং কিষাণ মজদুর মোর্চা। কয়েকদিন ধরে পাতিয়ালা জেলার শম্ভু সীমানায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। রবিবার তাঁরা ‘দিল্লি চলো’ কর্মসূচির ডাক দিয়েছিলেন।

এদিন ১০১ জন কৃষকের একটি দল পঞ্জাব-হরিয়ানা সীমানার শম্ভুর বিক্ষোভস্থল থেকে দিল্লির উদ্দেশে পদযাত্রা শুরুর পরই হরিয়ানা পুলিশ তাঁদের থামিয়ে দেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেডের কাছে পৌঁছানোর পর তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়া করা হয়। ব্যবহার করা হয় জলকামান। রবিবার বিকেলে সেখানে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনরত কৃষকরা। এতে বেশ কয়েকজন কৃষক আহত হন। এরপরই ‘দিল্লি চলো’ পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়।

কৃষক নেতা সারওয়ান সিং পান্ধে একটি সংবাদ সর্বভারতীয় সংস্থাকে বলেছেন, ‘আজ আমরা পদযাত্রা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। তবে আন্দোলন চলবে। একজন কৃষককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আট-নয়জন কৃষক আহত হয়েছেন। তাই আমরা পদযাত্রা প্রত্যাহার করেছি। বৈঠকের পরে পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেব।’

আম্বালা পুলিশ এর আগে জানিয়েছিল, কৃষক সংগঠনগুলি জাতীয় রাজধানীর প্রশাসনের অনুমতি পেলে তারপরই তাদের এগোনোর অনুমতি দেওয়া হবে। পঞ্জাব-হরিয়ানা সীমানার ডিএসপি শাহাবাদ রামকুমার বলেছেন, ‘আমরা স্পষ্ট জানিয়েছিলাম, আমরা তাঁদের (কৃষকদের) পরিচয় এবং অনুমতি পরীক্ষা করব এবং তারপরই এগিয়ে যাওয়ার অনুমতি দেব। কিন্তু তাঁরা একমত নন। আমরা চাই, ওঁরা শান্তি বজায় রাখুন এবং অনুমতি নিয়ে প্রবেশ করুন।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Recipe | রাঁধুন ঝরঝরে ভুনা খিচুড়ি, দেখুন রেসিপি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃষ্টি পড়লেই যে খিচুড়ি খেতে হবে তার কি কোনও মানে আছে? ইচ্ছে হলেই বানিয়ে নিতে পারেন খিচুড়ি। তবে খিচুড়ি খেতে...

Bjp | দিল্লি দখলে ‘রেউড়ি রাজনীতি’-ই ভরসা বিজেপির, মহিলাদের মাসে ২৫০০, প্রবীণদের বিমার প্রতিশ্রুতি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহিলাদের ভোটকে ভরসা করেই দিল্লি দখলের স্বপ্ন দেখছে পদ্ম শিবির। দলের ইস্তেহার প্রকাশ করে এদিন মহিলাদের জন্য নানা প্রকল্পের প্রতিশ্রুতি...

Kaliachak murder case | গোপন ডেরা থেকে গ্রেপ্তার কালিয়াচক কাণ্ডের মূল অভিযুক্ত জাকির, বাকিদের...

0
কালিয়াচক: যদুপুরে তৃণমূল কর্মী হত্যা কাণ্ডে মূল অভিযুক্ত জাকির শেখকে অবশেষে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। শুক্রবার দুপুরে একটি গোপন ডেরা থেকে তাকে গ্রেপ্তার...

India-Bangladesh Border | সীমান্তের কাঁটাতারে কাঁচের বোতল ঝোলাচ্ছে বিএসএফ, কারণ টা কী?  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কাঁটাতারের বেড়ায় ঝুলছে কাচের বোতল। শুক্রবার সকালে এমনই দৃশ্য দেখা গেল কোচবিহারের মেখলিগঞ্জের তিন বিঘা এলাকায়। শোনা গেছে ভারত-বাংলাদেশ সীমান্ত...

Harishchandrapur | পুরোনো হামলার প্রতিশোধ! মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ কে খুঁটিতে বেঁধে পেটালেন জনতা  

0
হরিশ্চন্দ্রপুর: বিদ্যুতের খুঁটিতে বেঁধে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে মারধরের ঘটনা ঘটল হরিশ্চন্দ্রপুর এলাকায়। মারধরের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে গিয়ে উন্মত্ত জনতার হাত থেকে বৃদ্ধকে...

Most Popular