উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার ফের ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দিয়েছেন পঞ্জাব (Punjab) ও হরিয়ানার (Haryana) কৃষকদের একাংশ (Farmers Protest)। শুক্রবারও তাঁরা ‘দিল্লি চলো’ (Delhi) অভিযান করেছিলেন। কিন্তু শম্ভু সীমানায় আটকে দেওয়া হয় তাঁদের। এরপর শনিবার কৃষক নেতা সরওয়ান সিং পান্ধের জানান, রবিবার ফের ‘দিল্লি চলো’ অভিযান করা হবে। এদিকে কৃষকদের অভিযানকে কেন্দ্র করে শম্ভু (Shambhu) সীমানায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
কৃষক নেতা সরওয়ান সিং পান্ধের বলেন, ‘কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে কৃষক ও শ্রমিকদের সঙ্গে কোনও কথা বলবে না। বলপ্রয়োগ করে আমাদের থামানোর চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু আমরা শুক্রবারের মতোই শান্তিপূর্ণভাবে এবং শৃঙ্খলার সঙ্গে দিল্লিতে যাব। আমরা রবিবার দুপুর ১২টায় ১০১ জনের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’ মূলত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবিতে দিল্লি অভিযানের ডাক দিয়েছে পঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলি।
প্রসঙ্গত, গত শুক্রবারও অভিযান চলাকালীন শম্ভু সীমানায় আটকে দেওয়া হয় কৃষকদের। ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় ওই এলাকা। কিন্তু কৃষকেরা পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। ৬ জন কৃষক অসুস্থও হয়ে পড়েন। তারপর সেদিনের মতো সাময়িকভাবে পিছু হটেন কৃষকরা। তবে ফের নিজেদের দাবি নিয়ে দিল্লিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা। সেই মতো রবিবার ফের ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দেওয়া হয়েছে।