কলকাতা: অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার বেলভিউ ক্লিনিকে ভর্তি। মঙ্গলবার সকালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের রিপোর্ট পজিটিভ আসে। তবে, তাঁর কোনও শারীরিক অসুবিধা ছিল না। শারীরিক অবস্থা স্থিতিশীল। অভিনেতাকে ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞের অধীনে ভর্তি করা হয়েছে। এ কারণে, তাঁর কয়েকটি শ্যুটিং বাতিল হয়েছে বলে শোনা যাচ্ছে।
মঙ্গলবার দুপুরে সৌমিত্র চট্টপাধ্যায়ের কন্যা পৌলোমী চট্টোপাধ্যায় বলেন, বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। দেহে অক্সিজেনের মাত্রা খুব একটা কমে যায়নি। দু’দিন ধরে জ্বর ছিল, চিকিৎসকদের পরামর্শে কোভিড টেস্ট করায়। কো-মর্বিডিটি থাকায় হাসপাতালে ভর্তি করলাম। উনি যাতে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকেন, তার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে। পাশাপাশি বহু বছর ধরে তিনি সিওপিডির সমস্যায় ভুগছেন।
এদিকে অনেক আগেই করোনা ভাইরাস টলিউডে হানা দিয়েছে। অভিনেত্রী কোয়েল মল্লিকের গোটা পরিবারের পাশাপাশি চিত্র পরিচালক রাজ চক্রবর্তী সহ অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে তাঁরা প্রত্যেকেই কোভিডকে জয় করে বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন। কোভিডের থাবা শুধুমাত্র বাংলা সিনেমা নয়, টেলিভিশনের বহু অভিনেতা ও কুশীলরাও করোনা আক্রান্ত হয়েছেন।