Breaking News

মিথ্যে মামলায় গ্রেপ্তার হতে পারেন, এমন আশঙ্কা করে আগেই ভিডিও বার্তা প্রকাশ ইমরানের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে মঙ্গলবার গ্রেপ্তার হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এক মামলার শুনানিতে অংশ নিতে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়ার আগে একটি ভিডিও বার্তা দিয়েছেন ইমরান।

পাকিস্তানি সাংবাদিক এহতেশাম উল হক তাঁর টুইটার থেকে ইমরান খানের দেওয়া ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ভিডিও বার্তায় কর্মী–সমর্থকদের উদ্দেশে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান বলেন, ‘যতক্ষণে আমার কথা আপনাদের কাছে পৌঁছাবে, ততক্ষণে একটি অবৈধ মামলায় আমাকে বন্দি করা হবে। পাকিস্তানে আমাদের মৌলিক ও আইনি অধিকারের দাফন হয়ে গেছে। এরপর হয়তো আপনাদের সঙ্গে আমার কথা বলার সুযোগ হবে না। তাই দু-তিনটি কথা বলতে চাই।’

ইমরান খান বলেন, ‘প্রথমত, পাকিস্তানের মানুষ আমাকে ৫০ বছর ধরে চেনে। আমি কখনই পাকিস্তানের আইনের বিরুদ্ধে যাইনি বা নিয়ম ভাঙিনি। ক্ষমতায় যাওয়ার পর আমি যত লড়াই করেছি, তা আইনের গণ্ডির ভেতরে থেকে করেছি। এখন যা হচ্ছে সেটা আমি আইন লঙ্ঘন করেছি বলে হচ্ছে না, এসব করা হচ্ছে যাতে করে আমি সত্যের পথ থেকে পিছু হটি। এই দুর্নীতিগ্রস্ত চোরের দল ও আমদানি করা (বিদেশি মদতে ক্ষমতায় আসা) সরকারকে যেন আমি মেনে নিই।’

২ মিনিট ২০ সেকেন্ডের এই ভিডিও বার্তার শেষ দিকে ইমরান বলেন, ‘আপনাদের সবার কাছে আমার আবেদন, ন্যায়ের জন্য লড়তে সবাই পথে নামুন। স্বাধীনতা কাউকে থালায় সাজিয়ে দেওয়া হয় না, এর জন্য লড়াই ও পরিশ্রম করতে হয়। এখন সময় এসেছে পথে নামার।’

ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন পিটিআইয়ের নেতা কর্মী–সমর্থকেরা। ইতিমধ্যে ইসলামাবাদের বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে গ্রেপ্তার করার পর ইমরানকে ইসলামাবাদ হাইকোর্টে রাখা হয়েছে নাকি অন্য কোথাও নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইসলামাবাদ পুলিশের টুইটার পেজে জানানো হয়েছে, ‘আল–কাদির ট্রাস্ট মামলায় (ঘুষ কেলেঙ্কারি মামলায়) ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।’

স্থানীয় টিভিতে প্রচারিত সংবাদে দেখা যায়, ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে জড়ো হয়েছেন পিটিআইয়ের কয়েক শ কর্মী–সমর্থক। সেখানে তাঁদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘাত শুরু হয়।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

lightning | ফুটবল খেলার সময় বজ্রপাতে মৃত্যু কিশোরের, আহত ৯

হরিরামপুর: ফুটবল খেলার সময় বজ্রপাতে মৃত্যু হল এক কিশোরের। মৃত কিশোরের নাম জয়ন্ত বেসোয়ার(১৫)। বাড়ি…

14 mins ago

S Jaishankar | ‘সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ছাড়ুন’, চাবাহার নিয়ে আমেরিকার ‘নিষেধাজ্ঞা’র কড়া জবাব জয়শংকরের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে না দেখে সকলের সুবিধার কথা ভাবতে হবে। এবার নাম…

25 mins ago

Old Malda | হোটেলে মধুচক্রের আসরে গুলি! আহত পুরাতন মালদার তৃণমূল নেত্রীর স্বামী

পুরাতন মালদাঃ মাদক কারবার ছিলই, এবার পুরাতন মালদায় জাঁকিয়ে বসেছে মধুচক্রের আসর। এনিয়ে দীর্ঘদিন ধরে…

41 mins ago

Malda medical college & hospital | তিন বছর আগে ফুরিয়েছে মেয়াদ, লাইসেন্স ছাড়াই চলছে মালদা মেডিকেলের ব্লাড ব্যাংক

সৌরভ ঘোষ, মালদা: রক্তের সরকারি ভাণ্ডারেরই মেয়াদ উত্তীর্ণ। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের (Malda medical…

51 mins ago

Falakata | চোরের গ্যাংয়ে শামিল কলেজ ছাত্র

ফালাকাটা: জটেশ্বর লীলাবতী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কুণাল রায়। তার বাড়ি হেদায়েতনগর এলাকায়। রবিবার রাতে…

1 hour ago

Chandu Champion | পরনে ল্যাঙট, গায়ে কাদা মেখে ছুটছে কার্তিক, প্রকাশ্যে ‘চন্দু চ্যাম্পিয়নের’ প্রথম পোস্টার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরনে ল্যাঙট, পেশিবহুল দেহ, টপ টপ করে ঝরছে ঘাম, রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে…

1 hour ago

This website uses cookies.