উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় (RG Kar Doctor Death) তোলপাড় গোটা রাজ্য। শুক্রবার থেকেই চলছে বিক্ষোভ। শনিবার রাজ্যের প্রায় সব সরকারি হাসপাতালের বাইরেই প্রতিবাদে শামিল হয়েছেন চিকিৎসকেরা। ঘটনার নিন্দা করেছে জাতীয় স্তরেও চিকিৎসক সংগঠনগুলি। এবার আরও দেশজুড়ে আন্দোলনের ডাক দিল ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। সোমবার দেশের হাসপাতাগুলিতে একাধিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন।
শুক্রবার সকালে আরজি করের চারতলার সেমিনার হল থেকে ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তা নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় পড়ে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এদিকে, চিকিৎসকের মৃত্যু নিয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ঘটনায় ধর্ষকদের এনকাউন্টারে (Encounter of Rapists) মারার পক্ষে সওয়ালও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অন্যদিকে, ঘটনায় ধৃতের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে আসছে। পুলিশি তদন্তে উঠে আসা তথ্যপ্রমাণ জুড়লে মিলছে নৃশংসতার ছবি। উঠছে একাধিক প্রশ্নও। হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে শনিবার থেকেই পথে নেমেছে চিকিৎসকদের একাংশ। দোষীর শাস্তির দাবিতে কোথাও বিক্ষোভ মিছিল, কোথাও আবার কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকেরা। এই পুরো বিষয়টিকে সামনে রেখেই সোমবার দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনটি। গোটা দিন হাসপাতালের বেশ কিছু পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালের পরিকল্পিত পরিষেবা বিশেষত অস্ত্রোপচার যা আগে থেকেই ঠিক করা ছিল, সেই সব বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি পরিষেবা চালু থাকবে।