উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর মাত্র কিছুদিন পরই দিল্লিতে বিধানসভা নির্বাচন (Delhi Assembly election)। ঠিক তার আগেই দিল্লির আপ সরকারের (AAP) তীব্র সমালোচনা করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। তাঁর দাবি, রাজধানী হওয়া সত্ত্বেও দিল্লিতে মানুষের প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব রয়েছে। আর এই পরিস্থিতির কথা বিদেশে গিয়ে বলতে লজ্জিতবোধ করেন তিনি। রাজধানীতে এই সুযোগ-সুবিধা প্রদানে ব্যর্থতার জন্য আপকে অভিযুক্ত করেছেন বিদেশমন্ত্রী।
দিল্লিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে জয়শংকর বলেন, ‘আমি যখনই বিদেশ সফরে যাই, বিশ্বের কাছ থেকে একটি জিনিস লুকিয়ে রাখি। বিদেশে গিয়ে বলতে লজ্জা লাগে যে দেশের রাজধানীতে বসবাসকারী লোকেরা জল জীবন মিশনের অধীনে জল পান না, বাড়ি পান না, সিলিন্ডার পান না, আয়ুষ্মান ভারতের সুবিধা পান না।’ তিনি আরও বলেন যে, ‘এটা দুর্ভাগ্যজনক যে গত ১০ বছরে দিল্লি পিছিয়ে পড়েছে। দিল্লির বাসিন্দাদের জল, বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডার এবং স্বাস্থ্যসেবার অধিকার দেওয়া হয়নি। যদি বর্তমান সরকার আপনাদের এই ন্যূনতম অধিকারও না দেয়, তাহলে ৫ ফেব্রুয়ারি আপনাদের এই সরকার পরিবর্তনের কথাও বিবেচনা করা উচিত।’
প্রসঙ্গত, আপ, বিজেপি এবং কংগ্রেসের ত্রিমুখী লড়াই হতে চলেছে দিল্লির বিধানসভা নির্বাচনে। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০ আসনে বিধানসভা ভোট রয়েছে। ফলাফল ঘোষণা হবে আগামী ৮ ফেব্রুয়ারি।