নীহাররঞ্জন ঘোষ, মাদারিহাট: দু’দিনব্যাপী টুংটুং কামু উৎসব শুরু হল। শুক্রবার জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভাগীয় বনাধিকারিক পারভিন কাশোয়ান এই অনুষ্ঠানের সূচনা করেন। টোটোদের এই উৎসবের মূল উদ্যোক্তা মুক্তারাম টোটো এডুকেশন সেন্টার। উদ্যোক্তাদের মধ্যে প্রকাশ টোটো, অভিষেক টোটো, সুশান্ত টোটো ও অনিশা টোটোদের অক্লান্ত পরিশ্রমে এই উৎসব শুরু হল। প্রকাশ জানান, উৎসবের মূল থিম স্থানীয় টোটোদের খাবারগুলিকে ধরে রাখা। এছাড়া টোটো সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাও এর অন্যতম উদ্দেশ্য। টোটোরা প্রকৃতিকে পুজো করে। টোটোদের কয়েকটি উৎসবের মধ্যে গতবছর থেকে টুংটুং কামু উৎসব (Festival) যুক্ত হয়েছে।
প্রাক্তন ব্যাংক ম্যানেজার ভক্ত টোটোর কথায়, ‘বক পাখিকে টোটো ভাষায় টুংটুং কামু বলা হয়। বক শিকার করার জন্য ঘণ্টার পর ঘণ্টা ওঁত পেতে বসে থাকে। অবশেষে সে সাফল্য পায়। তেমনি টোটোদের একসময় মূল জীবিকা ছিল পশুপাখি শিকার করা। শিকারের জন্য তাঁদের অনেকক্ষণ অপেক্ষা করতে হত। টোটোদের জীবন ও জীবিকায় সেজন্য টুংটুং কামু পাখির গুরুত্ব অপরিসীম।’ ভক্তর সংযোজন, ‘শনিবার আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলার এই উৎসবে আসার কথা রয়েছে। তিনি পর্যটনের বিভিন্ন দিকগুলি তুলে ধরবেন।’