জুরিখ: পেলে, দিয়োগো মারাদোনা, জিনেদিন জিদান থেকে লিওনেল মেসি ছুঁয়েছেন যে ফিফা বিশ্বকাপ এবার সেই মহার্ঘ ট্রফি স্পর্শ করতে পারবেন সমর্থকরাও। এমনকি বিশ্বকাপ কিনে বাড়িতে রাখতেও পারবেন তাঁরা। সৌজন্যে বর্তমান বিশ্বকাপ ট্রফির ৫০ বছর পূর্তি (১৯৭৪-২০২৪) উদযাপন।
এই প্রসঙ্গে ফিফার এক কর্তা বলেছেন, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি রেপ্লিকার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ফিফার এই ক্ল্যাসিকস লাইসেনসিং প্রোগ্রাম।’ এই কর্মসূচির সঙ্গে যুক্ত ভারতীয় সংস্থার এক কর্তার মন্তব্য, ‘প্রতিটি ট্রফি ১ কেজি ২৪ ক্যারেট খাঁটি সোনা দিয়ে তৈরি। গোটা বিশ্বে এই রকম ট্রফি রয়েছে মাত্র ১১টি। ফলে একমাত্র সৌভাগ্যবানরাই এই ট্রফি নিজেদের নামে করার সুযোগ পাবেন।’ ওই কর্তা আরও বলেছেন, ‘ইংল্যান্ড, ওমান, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্পেনের মতো দেশের ফুটবল ক্লাব, সেলিব্রিটি, বিত্তবান সমর্থকরা আগ্রহ প্রকাশ করেছেন। দৌড়ে পিছিয়ে নেই ভারতও। এগিয়ে ভারতের মুম্বই, কেরালা, নয়াদিল্লি ও বেঙ্গালুরুর মতো শহর থেকে চাহিদা ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে।’