উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হিন্দি-আগ্রাসনের বিরুদ্ধে কার্যত লড়াইয়ের মেজাজে রয়েছে তামিলনাডু সরকার। এবার সেই যুদ্ধের আগুনে ঘি ঢেলে এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহন করল তামিলনাডু। বদলে দেওয়া হল দেবনাগরী হরফের ধাঁচে তৈরি টাকার চিহ্ন, বদলে এল তামিল অক্ষরের আদলে তৈরি নতুন চিহ্ন!
তামিলনাডুর বিধানসভায় চলতি অর্থবর্ষের বাজেট পেশ হবে আগামী শুক্রবার। আর তাঁর আগে বাজেটের নথিতে বদলে ফেলা হয়েছে ভারতীয় টাকার সরকারি চিহ্ন। নতুন যে টাকার চিহ্ন বা প্রতীকটি সেখানে ব্যাবহার করা হয়েছে, সেটি তামিল অক্ষর রু-এর আদলে বানানো হয়েছে। তামিলনাডুর বাজেটের সমস্ত নথিতে এই নতুন চিহ্নটিই ব্যাবহার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন নিজের এক্স হ্যন্ডেলে সেই ছবি পোস্ট করেছেন।
কিন্তু এই বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানান বিতর্ক। ভারতীয় টাকার সরকারি চিহ্ন বা প্রতীক এইভাবে বদলে ফেলা যায় না বলে জানিয়েছেন বিজেপির মুখপাত্র নারায়ণ তিরুপতি। তাঁর বক্তব্য, গোটা দেশেই টাকার চিহ্ন হিসাবে একটি নির্দিষ্ট প্রতীক ব্যবহার করা হয়। এমন পদক্ষেপের অর্থ তামিলনাডুকে দেশের থেকে পৃথক হিসাবে তুলে ধরার চেষ্টা করা। তবে ডিএমকে মুখপাত্র সাভরানন আন্নাদুরাইয়ের কথায়, ‘আমরা এবার তামিল ভাষাকে গুরুত্ব দিচ্ছি।’
এই বিষয়ে তামিলনাডুর বিজেপি প্রধান কে আন্নামালাই বলেন, ‘ডিএমকে সরকারের ২০২৫-২৬ রাজ্য বাজেটে টাকার চিহ্ন বদলে দেওয়া হয়েছে যা একজন তামিল মানুষের দ্বারাই ডিজাইন করা হয়েছিল, যেটা গোটা ভারতের দ্বারা গৃহীত হয়েছিল।’