সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Ekta Kapoor | পকসো আইনের অধীনে মামলা দায়ের, একতা কাপুর ও তাঁর মাকে জেরা মুম্বই পুলিশের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ একতা কাপুর(Ekta Kapoor)এবং তাঁর মা শোভা কাপুরকে(Shobha Kapoor) শিশুদের সুরক্ষা(POCSO) আইনের অধীনে হওয়া একটি মামলার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশ। একতা কাপুরের মালিকানাধীন একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রদর্শিত ওয়েব সিরিজ ‘গন্দি বাত’-এর একটি পর্বে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের অনুপযুক্ত দৃশ্য দেখানোর অভিযোগে পকসো আইনের অধীনে এই মামলা দায়ের করা হয়েছিল তাদের বিরুদ্ধে।

সোমবার এই জিজ্ঞাসাবাদের পরে বৃহস্পতিবার আবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ। ওই সিরিজে কাজ করা অভিনেতাদেরও তথ্য চেয়েছে পুলিশ। মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা ছবির অভিনেতা এবং পরিচালকের বক্তব্যও রেকর্ড করবেন। পুলিশ একতা কাপুর এবং শোভা কাপুরের কাছে অল্ট বালাজি সম্পর্কিত বেশ কিছু নথিও চেয়েছে।

প্রসঙ্গত, এর আগে মুম্বই পুলিশ একতা কাপুর, শোভা কাপুর এবং অল্ট বালাজি(ALT Balaji) কোম্পানির বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছিল। মামলাটি ওটিটি প্ল্যাটফর্ম অল্ট বালাজির ওয়েব সিরিজ ‘গান্দি বাত’-এর সিজন ৬ এর ওপর ভিত্তি করে করা হয়েছিল। অভিযোগে লেখা হয়েছে যে, অল্ট বালাজিতে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের এপ্রিলের মধ্যে দেখানো সিরিজটিতে নাবালিকা মেয়েদের অশ্লীল দৃশ্য দেখানো হয়েছিল। যদিও বিতর্কিত এই পর্বটি বর্তমানে আর এই অ্যাপে দেখানো হচ্ছে না।

Share post:

Popular

More like this
Related

AR Rahman | আচমকাই অসুস্থ অস্কারজয়ী সুরকার এআর রহমান, বুকে ব্যথা নিয়ে ভর্তি হাসপাতালে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আচমকাই অসুস্থ হয়ে পড়লেন অস্কারজয়ী...

Ranya Rao | একাধিকবার চড়, জোর করে সাদা কাগজে সই! হেপাজতে অত্যাচারের অভিযোগ কন্নড় অভিনেত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোনা পাচারের অভিযোগে (Gold smuggling)...

Ranya Rao | থাকতে হবে হেপাজতেই, সোনা পাচার মামলায় জামিন অধরা কন্নড় অভিনেত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোনা পাচার মামলায় (Gold Smuggling...

Deb Mukerjee’s Demise | রংয়ের উৎসবে বিষাদের সুর, পিতৃবিয়োগ অয়নের, বন্ধুকে সামলাতে ছুটে গেলেন রণবীর-আলিয়া

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রংয়ের উৎসব পরিণত হল বিষাদে!...