শনিবার, ১৯ জুলাই, ২০২৫

BJP | অবশেষে ইতি পড়ল জল্পনায়! রাজ্য সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল বিজেপি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান। অবশেষে রাজ্য বিজেপি সভাপতি (West Bengal State President) নির্বাচনের দিন ঘোষণা করল গেরুয়া শিবির। আগামী  বুধবার মনোনয়ন পত্র জমা দেওয়ার পর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি (BJP)। একের বেশি মনোনয়ন জমা না পড়লে বুধবারই রাজ্য সভাপতির নাম চূড়ান্ত হয়ে যেতে পারে।

সোমবার পদ্ম শিবিরের পক্ষ থেকে সভাপতি নির্বাচন (Election) নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়ন জমা নেওয়া হবে বুধবার। সেদিনই তা স্ক্রুটিনি করা হবে। আবার কেউ যদি মনে করেন মনোনয়ন প্রত্যাহার করবেন, তাহলে সেদিনই তিনি তা করতে পারবেন। মনোনয়নের পর বুধবারই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। কারা কারা বৃহস্পতিবারের ভোট দেবেন, সেই তালিকাও ইতিমধ্যে প্রকাশিত। প্রতিটি বিধানসভা থেকে এক জন করে প্রতিনিধি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। সব মিলিয়ে সংখ্যাটা ২৯৪। শনিবার সুনীল বনসল ( বাংলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক পর্যবেক্ষক), মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন সুকান্ত মজুমদারও। সেখানেই ঠিক করা হয় রাজ্য বিজেপি সভাপতি নির্বাচন কবে হবে?

প্রসঙ্গত উল্লেখ্য, দিলীপ ঘোষকে সরিয়ে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে রাজ্য বিজেপি সভাপতি হন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এরপর ২০২৪ লোক্সভা নির্বাচনে জয় লাভের পর পুনরায় সাংসদ হন সুকান্ত। বর্তমানে তিনি সাংসদের পাশাপাশি দুটি মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। এই পরিস্থিতিতে সুকান্তের কাঁধে পুনরায় দায়িত্ব থাকবে কিনা, চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশের পরেই বিষয়টি স্পষ্ট হয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।

 

 

 

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Birbhum | তৃণমূল নেতাকে পরপর বোমা মেরে ‘খুন’! চাঞ্চল্য বীরভূমে

বীরভূম: তৃণমূল কংগ্রেস নেতাকে (TMC leader) লক্ষ্য করে পরপর...

Mallikarjun Kharge | ‘৪২টি দেশ ঘুরলেন, কিন্তু…’, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদিকে নিশানা খাড়গের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক বছরেরও বেশি সময় ধরে...

AAIB | ওভারহেড তারে ধাক্কাতেই বিপত্তি! প্রকাশ্যে উত্তরকাশীর কপ্টার দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উত্তরাখণ্ডের উত্তরকাশীতে গত ৮ মে...

Niger | নাইজারে জঙ্গি হামলায় নিহত ২ ভারতীয়, অপহৃত এক! উদ্বিগ্ন কেন্দ্র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম আফ্রিকার নাইজারে (Niger) জঙ্গি...