উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব সরিয়ে বিধানসভায় হাজির হলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananada Bose)। সম্প্রতি রাজ্যের উপনির্বাচনে জয়ী শাসক দলের ৬ বিধায়ককে সোমবার বিধানসভায় শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সহ বাকি বিধায়কেরাও এদিন শপথ অনুষ্ঠানে (Oath) উপস্থিত ছিলেন।
এদিন দুপুরে বিধানসভার গেটে রাজ্যপাল সি ভি আনন্দ বোস পৌঁছলে তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee) রাজ্যপালের হাতে পুস্পস্তবক তুলে দেন। অনুষ্ঠানে সবার প্রথমে শপথ নেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক সংগীতা রায়। তারপর শপথ নেন জয়প্রকাশ টোপ্পো। এই দুই বিধায়ক শপথ নেওয়ার পর ‘জয় বাংলা’ স্লোগান তোলেন। শপথ বাক্য পাঠের পর নৈহাটির বিধায়ক সনৎ দে ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ বলেন। পাশাপাশি মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা বলেন, ‘দুই মায়ের কথা বলব। এক আমার জন্মদাত্রী মা। তাঁকে আমি প্রণাম করে এসেছি। আর প্রণাম জানাচ্ছি আরেক মা যিনি আমায় এখানে আসার সুযোগ করে দিয়েছেন। গত সাড়ে তিন মাস বাংলাকে বদনাম করেছে। মেদিনীপুরের মানুষ প্রমাণ করে দিয়েছে কীভাবে তার বদলা নিতে হয়।’
উল্লেখ্য, গত শনিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের চিঠির জবাবে জানিয়েছিলেন সোমবার অর্থাৎ আজ তিনি বিধানসভায় এসে নব নির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন। রাজ্যপালের এ সিদ্ধান্তের কথা সামনে আসার পর অনেকেই একটু অবাক হয়েছিলেন। কেননা এর আগের উপনির্বাচনে শাসক দলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তিনি মানহানির মামলাও করেছিলেন। এরপর পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে থাকে। রাজ্যে সি ভি আনন্দ বোসের দু’বছর পূর্তি উপলক্ষ্যে তিনি নিজেই জানিয়েছিলেন রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে ‘নতুন সম্পর্ক’ দেখবে রাজ্য। ওয়াকিবহাল মহলের ধারণা তারই বহিঃপ্রকাশ দেখল গোটা রাজ্য।