রাজ্য

Financial fraud | ওটিপি দিতেই সর্বনাশ! প্রতারকের খপ্পরে পড়ে হাজার হাজার টাকা খোয়া গেল পুরোহিতের

ডালখোলাঃ প্রতারকের খপ্পরে পড়ে ব্যাংকে গচ্ছিত টাকা খোয়ালেন ডালখোলার এক বাসিন্দা। টাকা খোয়া গেছে ডালখোলার সুভাষপল্লীর বাসিন্দা হারাধন ঝায়ের। জানা গিয়েছে, পেশায় পুরোহিত হারাধনবাবু একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে কিছু টাকা গচ্ছিত রেখেছিলেন। সেখান থেকে ৪০ হাজার টাকা খোয়া গিয়েছে বলে দাবি তাঁর। এই ঘটনায় তিনি ডালখোলা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কীভাবে এই প্রতারণার ঘটনা ঘটল? হারধন ঝাঁ জানিয়েছেন, তাঁর মা মায়া ঝায়ের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ হয়েছে। সেই ঘরের প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে বেসরকারি ব্যাংকে থাকা মায়ের অ্যাকাউন্টে। পুরসভা ভোটের আগে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকলে কোনও কারণবশত তা হোল্ড করে দেয় সংশ্লিষ্ট ব্যাংক। হারাধন বাবুর কথায়, “সোমবার অচেনা নম্বর থেকে আমার ফোনে একটি ফোন আসে, এবং আমাকে জানানো হয় যে মায়ের নামে আসা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা হোল্ডে রাখা হয়েছিল তা রিলিজ করা হবে যার জন্য তারা মায়ের প্যানকার্ড নম্বর চায়। কিন্তু আমি যখন তাদের জানাই যে মায়ের প্যান কার্ড নেই তখন সেখান থেকে আমাকে বলা হয় হোল্ডে থাকা টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে যার জন্য আমার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ও প্যান কার্ড নম্বর চাওয়া হয়। এরপর আমার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হয়। এবং তা আমার কাছে জানতে চাওয়া হয়। যেহেতু তারা আমার মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা হোল্ডে থাকার কথা জানায় তাই আমি বিশ্বাস করে তাদের কথামতো সকল তথ্য দিয়ে দিয়েছিলাম। এরপর বেশ কয়েক ধাপে আমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ৪০ হাজার টাকা কেটে নেওয়ার মেসেজ আসে। আমি অসুস্থ, কয়েকদিন আগেই আমার অপারেশন হয়েছে। এই শারিরিক অবস্থা নিয়েই আমি আমার ব্যাংকে যাই এবং ম্যানেজারকে সব ঘটনা জানালে তিনি বলেন যে আমি প্রতারণা চক্রের শিকার হয়েছি। আমার শারীরিক অবস্থা ভালো না থাকায় আমি ফোন মারফৎ সাইবার ক্রাইমের টোল ফ্রি নম্বরে আমার অভিযোগ জানিয়েছি।”

এব্যাপারে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার বিজয় কুমার বলেন, ব্যাংক কর্তৃপক্ষ কখনই উপভোক্তাদের ফোন করে টাকা লেনদেন করে না। এমনকী উপভোক্তার কাছে কোনও তথ্য বা ওটিপি ফোন করে চাওয়া হয় না। কখনই নিজের ব্যাংকের তথ্য বা কোনওরকম ওটিপি শেয়ার করা ঠিক নয়। এব্যাপারে জনসাধারণকে আরও সচেতন হতে হবে। আমরা বিভিন্ন সময়ে উপভোক্তাদের সচেতন করে থাকি।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

স্বামী-ভাই, মামা-ভাগ্নের জোরে মালদা দুর্নীতি-বন্যায়

রূপায়ণ ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় জমি মাফিয়া, বেআইনি নির্মাণ, রাস্তা দখল নিয়ে সতীর্থদের হুমকি দেওয়ার পর…

7 mins ago

১। রথযাত্রার আনন্দে বৃষ্টির 'স্পয়েলার'! শনি থেকে ফের হাওয়া বদলের পূর্বাভাস উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:…

11 mins ago

Mountain Climbing | হিমালয়ের মণিরাং পর্বতশৃঙ্গ অভিযানে জলপাইগুড়ির ৮

অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: পর্বত আরোহণের কথা মনে এলে দুর্গম পথ আর পাহাড়ের চূড়ায় ভারতের পতাকা…

47 mins ago

Islampur | রিয়েলিটি শোয়ে সাফল্য ইসলামপুরের সুস্মিতার

শুভজিৎ চৌধুরী, ইসলামপুর: আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম করলে জীবনের সব স্বপ্ন পূরণ করা সম্ভব। তারই…

60 mins ago

Teesta Project | তিস্তা প্রকল্পে ঢাকাকে প্রস্তাব চিনের

এএইচ ঋদ্ধিমান, ঢাকা: বাংলাদেশের নানা উন্নয়ন প্রকল্পে চিনের আগ্রহ অনেকদিনের। এ ব্যাপারে ভারতকে টেক্কা দিতে…

1 hour ago

মংপুতে গাছ চাপা পড়ে মৃত্যুর শ্রমিকের

মংপু: মংপুতে গাছ চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তি মংপু সিঙ্কোনা চা বাগানের…

10 hours ago

This website uses cookies.