Must-Read News

Siliguri | নার্সিংহোমে আর্থিক তছরুপ! অভিযুক্ত চিকিৎসক দম্পতি

শিলিগুড়ি: ভক্তিনগর থানা এলাকার একটি নার্সিংহোমে আর্থিক তছরুপের(Financial fraud) অভিযোগ উঠল চিকিৎসক দম্পতির বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই নার্সিংহোমেরই এক ডিরেক্টর অভিজিৎ দাস। ওই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই নার্সিংহোমের তিনজন কর্মীকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ। ধৃতরা প্রত্যেকেই ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা। তাদের নাম সুবীর পাল, অমিক সাহা ও অলোক উপাধ্যায়। ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। এদের মধ্যে সুবীর পাল ও অলোক উপাধ্যায়কে সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অমিতের জেল হেপাজত হয়েছে। প্রত্যেকেই ওই নার্সিংহোমের(Nurshing home) বিলিং সেকশনে কাজ করত। অন্যদিকে, অভিযুক্ত চিকিৎসক নবীন আগরওয়াল ও তাঁর স্ত্রী চিকিৎসক মণিকা আগরওয়াল ঘটনার পর থেকেই পলাতক। মূল ওই অভিযুক্তদের খোঁযে তল্লাশি শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, ওই চিকিৎসক দম্পতিও ওই নার্সিংহোমের ডিরেক্টর পদে রয়েছেন। চলতি মাসের গত ১২ তারিখের অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

অভিযোগকারী তাঁর অভিযোগপত্রে ওই চিকিৎসক দম্পতির বিরুদ্ধে বেশকিছু বিলের কথা উল্লেখ করেছেন। অভিজিতের অভিযোগ, ‘চলতি বছরের ২ ফেব্রুয়ারি এক রোগীর বিল হয় ১ লক্ষ ৬ হাজার টাকা। রোগী সেই বিল পুরো পেমেন্টও করে। যদিও নার্সিংহোমের বিল রেকর্ডে দেখা যায়, সে বিল করা হয়েছে ৬৪ হাজার টাকা।’ তবে এই একবারই নয়, একাধিকবার ওই দম্পতি এধরণের তছরুপের চেষ্টা করেছে বলে অভিযোগ। এমনকি একবার নাসিংহোমের বিল রেকর্ডে ২৫ হাজার টাকা দেখিয়ে ৪৩ হাজার টাকা তুলে নেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ। তবে সেক্ষেত্রে মেডিকেল ইন্সুরেন্স থাকায় সে তছরুপটা হালকা হয়ে যায়।‘ এমনকি নাকর্সিংহোমের অভ্যন্তরীণ কমিশনের ক্ষেত্রেও তছরুপের অভিযোগ করা হয়েছে। নির্দিষ্ট একটি সফটওয়্যারের মাধ্যমে ওই নকল বিল করে নার্সিংহোমের বিল রেকর্ডে রেখে দিত বলে ওই চিকিৎসক দম্পতির বিরুদ্ধে অভিযোগ। এদিকে, অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার নার্সিংহোমে গিয়ে যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখে। এরপরই বিল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Rss | জলা বুজিয়ে আসানসোলে আরএসএস দপ্তর! মুখ্যমন্ত্রীর অভিযোগ পেয়েই তৎপর প্রশাসন

আসানসোল: রাজ্য জুড়ে বেআইনি জবরদখল নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নে আরও এক…

2 hours ago

TMCP Protest | নিট ও নেট-এ দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী-এনটিএ চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে টিএমসিপি’র বিক্ষোভ

কোচবিহার: নিট (NEET) ও নেট (NET)-এ দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) ও…

2 hours ago

Bjp | মহিলা বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মার! কাঠগড়ায় তৃণমূল

ঘোকসাডাঙ্গা: বিজেপির সংখ্যালঘু নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মাথাভাঙ্গা ২ ব্লকের ঘটনা।…

3 hours ago

Raiganj | ধর্ষণের চেষ্টা! থানায় অভিযোগ করায় দুষ্কৃতীদের হুমকিতে ঘরছাড়া গৃহবধূ

রায়গঞ্জ: এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলে প্রতিবেশী দু’জনের বিরুদ্ধে অভিযোগ। ঘটনায় রায়গঞ্জ থানায়…

3 hours ago

Harishchandrapur | সোশ্যাল মিডিয়ায় তরুণীর অশ্লীল ছবি ভাইরাল করার অভিযোগে উত্তেজনা

হরিশ্চন্দ্রপুর: এক তরুণীর অশ্লীল ছবি ভাইরাল করার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur)…

3 hours ago

Malda | মিড-ডে মিল নিয়ে গণ্ডগোল, প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের হাতাহাতি!

হরিশ্চন্দ্রপুর: দীর্ঘদিন ধরেই প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষকদের মধ্যে মিড-ডে মিল (Mid Day Meal) নিয়ে…

4 hours ago

This website uses cookies.