কোচবিহার: এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়ালিসিস ইউনিটে অগ্নিকাণ্ড। মঙ্গলবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেডিকেল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এদিন ডায়ালিসিস ইউনিটের এসি মেশিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর দেওয়া হয় দমকলে। তবে দমকল পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। সেইসময় সেখানে চারজনের ডায়ালিসিস চলছিল। ধোঁয়ার কারণে তাঁদের শ্বাসকষ্ট শুরু হওয়ায় বের করে আনা হয়। হাসপাতালের এমএসভিপি ডা: রাজীব প্রসাদ জানান, এসি মেশিন থেকে আগুন লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।