উত্তরবঙ্গ সংবাদ ডিজিটালঃ আগুন লাগার কারণে যুদ্ধকালীন তৎপরতায় খালি করা হল টাটা ইলেকট্রনিক্স( Tata Electronics)সামগ্রীর কারখানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে তামিলনাড়ুর(Tamil Nadu) হোসুরে টাটার কারখানায় ভয়াবহ আগুন লাগে। এরপরেই তড়িঘড়ি খালি করে দেওয়া হয় কারখানা। ঘটনাস্থলে দমকলের প্রায় ১২ টি ইঞ্জিন পৌছয় আগুন নিয়ন্ত্রনের জন্য।
টাটা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে,আগুন লাগার সময় কারখানায় প্রায় দেড় হাজার কর্মী কাজ করছিলেন। ঘটনার খবর পেতেই আপৎকালীন তৎপরতায় তাঁদের সকলকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে প্রশিক্ষিত কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌছান দমকল কর্মীরা। টাটা ইলেকট্রনিক্সের মুখপাত্র বিবৃতি দিয়ে বলেন, ‘‘আমরা আমাদের কর্মচারী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’’
পুলিশ সূত্রের খবর, টাটা ইলেকট্রনিক্সের হোসুরের কারখানায় মোবাইল ফোন উৎপাদন বিভাগে প্রথম আগুন লাগে। এরপরেই কারখানার অন্যত্র ছড়িয়ে পড়ে সেই আগুন। যদিও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। আগুন লাগার ফলে হওয়া ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে অনুমান দমকল বিভাগের। অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানের চেষ্টা চালানো হচ্ছে।