দার্জিলিং: জ্বলে পুড়ে খাক দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্র মেগিটার লাগোয়া বিস্তীর্ণ বনভূমি। সোমবারই দার্জিলিংয়ের পুলবাজার বিজনবাড়ি ব্লকের অধীনে মেগিটারের কাছে কাইলাজয় জঙ্গলে আগুন লাগে। ঠিক কীভাবে আগুন লাগল তা জানা না গেলেও, শুকনো আবহাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে আগুন ছড়িয়ে পড়লেও জীবনহানির কোনও খবর পাওয়া যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে মানুষের প্রাণহানি না হলেও বেশ কিছু বন্যপ্রাণ এই আগুনে ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্ষতি হতে পারে জঙ্গলের বেশ কিছু বড় গাছেরও।
পুলবাজার-বিজনবাড়ি অগ্নি নির্বাপন কেন্দ্র থেকে দমকলের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। খবর লেখা অবধি আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে স্থানীয় পুলবাজার থানার পুলিশ। দমকল সূত্রে জানা গেছে, শুকনো পাতা ডালপালা ছাড়াও বেশ কিছু বড় গাছেও আগুন ধরে গিয়েছে। দ্রুত যাতে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেই চেষ্টা চলছে। হাওয়া থাকায় পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ পেতে কিছুটা সমস্যা হচ্ছে।