সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Fire | ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়, ভস্মীভূত একাধিক বাড়ি, ঘটনাস্থলে দুই মন্ত্রী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire) কলকাতায় (Kolkata)। শুক্রবার গভীর রাতে নিমতলা ঘাটের কাছে ঘটনাটি ঘটে। ভস্মীভূত হয়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি। ঘটনাস্থলে রয়েছে দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিন। প্রায় ছয় ঘণ্টা ধরেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। অগ্নিকাণ্ডে হতাহতের খবর নেই। রাতেই ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু ও রাজ্যে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজা। শনিবার সকালেও সাদা ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। দমকলকর্মীরা এখনও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে নিমতলা ঘাটের কাছে একটি কাঠের গুদামে প্রথমে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। দমকলে খবর দেওয়া হলে প্রথমে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কিন্তু ঘটনাস্থলে বহু দাহ্য বস্তু থাকায় আগুন ছড়াতে থাকে। পাশাপাশি গঙ্গার হাওয়ায় আগুন ছড়াতে সাহায্য করে। ফলে ইঞ্জিন সংখ্যা বাড়াতে হয়। স্থানীয়দের একাংশের দাবি, রাতে আগুন লাগার পর তাঁরা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। অনুমান করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফাটার কারণে ওই বিস্ফোরণগুলি হয়েছে। দমকল, কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা দুর্ঘটনাস্থলে রয়েছে।

দমকলমন্ত্রী জানিয়েছেন, প্রথমে দমকলের চারটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছেছিল। পরে আরও ইঞ্জিন আসে। সব মিলিয়ে ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নতুন করে ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হয়েছে। রাজ্যের অপর মন্ত্রী শশী পাঁজা জানান, ক্ষতিগ্রস্তদের আপাতত অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে কমিউনিটি হলকে এই কাজে ব্যবহার করা হবে। কীভাবে আগুন লাগল সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রায় ১৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Grenade Attack | পুলিশের সঙ্গে গুলির লড়াই, অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলার মূল অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অমৃতসরের একটি মন্দিরে (Amritsar temple)...

RG Kar Case | আরজি কর কাণ্ড, নির্যাতিতার মা-বাবর আবেদনে মান্যতা, আর্জি শুনতে পারবে কলকাতা হাইকোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডে (RG Kar...

Kupwara Encounter | উত্তপ্ত ভূস্বর্গ, কুপওয়ারায় সেনাবাহিনীর অভিযান, নিরাপত্তাবাহিনী-জঙ্গিদের গুলির লড়াই শুরু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত হয়ে উঠল ভূস্বর্গ।...

US strikes on Houthis | লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ না হলে অভিযান চলবেই, হুথিদের হুঁশিয়ারি আমেরিকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ইয়েমেনে মার্কিন হামলায় নিহতের...