উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যরাতে বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire)। পুড়ে ছাই হয়ে গেল বসতবাড়ি। মৃত্যু হয়েছে দম্পতির। বাঁকুড়ার (Bankura) ৬ নম্বর ওয়ার্ডের লালবাজারের মাঝি পাড়া এলাকার ঘটনা। ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বিকট শব্দ শুনতে পান তাঁরা। এরপর বাইরে বেরিয়ে দেখেন, নিতাইচন্দ্র পাল নামে ওই ব্যক্তির বাড়ি দাউদাউ করে জ্বলছে। স্থানীয়রা প্রথমে আগুন নেভাতে তৎপর হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ঘটনায় মৃত্যু হয়েছে নিতাইচন্দ্র পাল ও তাঁর স্ত্রী মিনা পালের। ঘটনায় আহত তাঁদের মেয়ে ও দুই নাতনিকে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটে বা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।