উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিলিন্ডার বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ড (Fire)। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের সানওয়াড়া এলাকার কাছে জয়পুর-আজমেঢ় জাতীয় সড়কে (Jaipur-Ajmer Highway)। পরপর বিস্ফোরণের জেরে জাতীয় সড়কে ৭টি গাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। প্রায় ১০ কিলোমিটার দূর থেকে দেখা গিয়েছে আগুনের লেলিহান শিখা। ঘটনায় মৃত্যু হয়েছে চালকের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের উপর সিলিন্ডার বোঝাই ট্রাকটি ভুল জায়গায় পার্ক করে চালক রাস্তার পাশের একটি দোকানে খেতে গিয়েছিলেন। সেইসময় পিছন থেকে একটি ট্রাক তাতে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে আগুন ধরে যায় ট্রাকটিতে। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার নেয়। ট্রাকে সিলিন্ডার থাকায় পরপর বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় আশেপাশের ৭টি গাড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (Police) ও দমকল। ঘটনায় আরও ২ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন উপমুখ্যমন্ত্রী প্রেম চাঁদ বৈরওয়া। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি। জাতীয় সড়ক যানজটমুক্ত করা হয়েছে।

