মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

Malda | বিষাক্ত ধোঁয়ায় ঢাকল ওয়ার্ড, শ্বাসকষ্ট রোগী-চিকিৎসকদের! আগুন আতঙ্ক হরিশ্চন্দ্রপুর হাসপাতালে

শেষ আপডেট:

হরিশ্চন্দ্রপুর: আগুন লাগাকে কেন্দ্র আতঙ্ক ছড়াল মালদা (Malda) জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে (Harishchandrapur Hospital)। আগুন লাগার পরই বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় ওয়ার্ড। এই ধোঁয়ার জেরে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় রোগী থেকে শুরু করে চিকিৎসকদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয় পরিস্থিতি।

জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের পাশেই রয়েছে আবর্জনার স্তূপ। সেখান থেকেই মঙ্গলবার সকালে কোনওভাবে আগুন লেগে যায়। এরপরই বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র ওয়ার্ড। আতঙ্কে প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করেন। চিকিৎসক ও নার্সরা রোগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করার চেষ্টা করলেও শ্বাসকষ্টের কারণে অসুস্থ বোধ করেন তাঁরাও। এরপর আবর্জনার স্তূপে আগুন লাগার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলকে। সকল রোগী নিরাপদেই রয়েছেন বলেই জানা গিয়েছে।

রোগীদের একাংশের অভিযোগ, হাসপাতালের বর্জ্য যেখানে জমা হয় সেখানে সাফাইকর্মীরা মাঝেমধ্যেই আগুন লাগিয়ে দেন। এদিনও সাফাইকর্মীদের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, কেউ ধূমপান করে সেটি আবর্জনার স্তূপে ফেলার ফলে বা অন্য কোনও কারণে আগুন লেগেছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Kharibari | তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলেরই পঞ্চায়েত সদস্যদের, বিজেপির মদত, দাবী জেলা সভানেত্রীর   

খড়িবাড়ি: খড়িবাড়ির বিন্নাবাড়িতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে। একমাস যেতে...

Dinhata | দিনের আলোয় ডোবা ভরাট! নীরব প্রশাসন

দিনহাটা: গত এক সপ্তাহ ধরে দিনের আলোয় ভরাট করা...

Cooch Behar | সিঁদুর পরার ধরনে বদল! কী বলছেন আধুনিকা নারীরা?

কোচবিহার: আগে ঘরে-বাইরে বিবাহিত মেয়েদের কপালে সিঁদুরের টিপ আর...

Balurghat | পাইপলাইন জোড়ার আঠা দিয়ে কৃষ্ণের মূর্তি

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: মাটি দিয়ে মূর্তি তৈরির কথা সকলের...