দিনহাটা: আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল দিনহাটার (Dinhata) সাহেবগঞ্জ (Sahebganj) থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। একটি দেশি বন্দুক ও একটি তাজা কার্তুজ (Firearms) বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তার হয় তিনজন।
পুলিশ জানিয়েছে, গত ১৭ মে দিনহাটার চৌধুরীহাট থেকে আগ্নেয়াস্ত্র সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে সোমবার রাতে এই তিনজনকে ধরা হয়। এর আগে দিনহাটা থানার অন্তর্গত পেটলার রাজাখোড়া গ্রাম থেকেও একাধিক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়। একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।