ডিজিটাল ডেস্ক : গতবছর করোনার ধাক্কা সামলাতে না পেরে চলে গিয়েছেন দীর্ঘদিনের তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু তাঁকে ভোলেননি তাঁর দীর্ঘদিনের দলীয় সঙ্গীরা। সম্প্রতি কলকাতার মেয়র হয়েছেন ফিরহাদ হাকিম। আজকে কলকাতা পুরসভার প্রশাসনিক বৈঠকে টাউন হল থেকে কলকাতার মেয়র ঘোষণা করলেন প্রাক্তন মেয়র তথা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নামে বালিগঞ্জের একটি রাস্তা হবে এবং তাঁর নামে একটি সংগ্রহশালা তৈরি হবে। আজকে বৈঠকের শুরুতেই শ্রদ্ধা জানানো হয় প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়কে। পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, খুব শীঘ্রই সুব্রত মুখোপাধ্যায়ের নামে সংগ্রহশালা তৈরি করার কাজ শুরু হবে। জানা যাচ্ছে, একডালিয়া ক্লাবের আশেপাশে কোথাও এই সংগ্রহশালা নির্মাণ করবে কলকাতা পুরসভা। খুব স্বাভাবিকভাবেই কলকাতার বর্তমান মেয়রের এই শ্রদ্ধাজ্ঞাপনের প্রশংসা হচ্ছে সর্বস্তরে।
আজ দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কত? জানুন
নয়াদিল্লি: শনিবারের তুলনায় দেশে কিছুটা কমেছে দৈনিক করোনা(corona) আক্রান্তের সংখ্যা। তবে বেড়েছে মৃত্যু। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত...
Read more