উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অশান্ত বাংলাদেশ (Bangladesh)। পড়শি দেশে নির্মম অত্যাচারের শিকার সে দেশে বসবাসকারী হিন্দুরা। তারই প্রতিবাদে কলকাতার এক বেসরকারি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এবার এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, ‘বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের প্রবল আপত্তি আছে। কিন্তু বাংলাদেশের কোনও মানুষ অসুস্থ হলে তাকে সুস্থ করব না? চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্রের ধর্ম তাকে সুস্থ করা।’
উত্তর কলকাতার হাসপাতালের এহেন সিদ্ধান্ত নিয়ে ফিরহাদ (Firhad Hakim) বলেন, ‘কোনও হাসপাতাল ব্যক্তিগতভাবে বন্ধ করতে পারে বাংলাদেশি নাগরিকদের পরিষেবা দেওয়া। বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের প্রবল আপত্তি আছে। কিন্তু বাংলাদেশের কোনও মানুষ অসুস্থ হলে তাঁকে আমরা সুস্থ করব না? চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্রের ধর্ম রোগীকে সুস্থ করা। যদি চিকিৎসা না হয়, এটা আমাদের মানবিকতা বিরোধী, এটা ঠিক নয়। কেন্দ্র সরকার যদি ভিসা দেয় তাহলে সে চিকিৎসা করাতে পারবেন। কোনও সমস্যা হচ্ছে বলে আমার জানা নেই।’
ফিরহাদ এমন কথা বললেও, সম্প্রতি প্রসূতি ও স্ত্রীরোগ তথা বন্ধ্যত্বরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা সামাজিক মাধ্যমে লেখেন, ‘বিইউইটি-র প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা! চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ, পরে রোজগার। আশা রাখব দুই দেশের সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্যরাও তাই করবেন।’ অন্যদিকে ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য পর্যটক ভিসা বন্ধ রাখলেও, মেডিকেল ভিসা দিচ্ছে।