Saturday, April 20, 2024
HomeBreaking Newsমনোনয়নের প্রথম দিনেই চলল গুলি, ঝরল কংগ্রেসকর্মীর প্রাণ, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মনোনয়নের প্রথম দিনেই চলল গুলি, ঝরল কংগ্রেসকর্মীর প্রাণ, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার থেকে রাজ্যে শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা। প্রথম দিনেই চলল গুলি। মারা গেলেন এক কংগ্রেস কর্মী। এদিনই সন্ধ্যায় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের কান্দির খড়গ্রামে। নিহত কংগ্রেসকর্মীর নাম ফুলচাঁদ শেখ। তাঁর বয়স ৪২ বছর। অভিযোগ, কংগ্রেসের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই গুলি করে হত্যা করেছে ফুলচাঁদকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের খড়গ্রামের রতনপুর এলাকায়। এদিকে কংগ্রেসকর্মীর হত্যার ঘটনার পর রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন। অবিলম্বে মুর্শিদাবাদ জেলাশাসককে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এদিন বাড়ির সামনে শিশু সন্তানকে কোলে নিয়ে বসেছিলেন ফুলচাঁদ। সেখানে কিছু তৃণমূলের লোকজন এসে হম্বিতম্বি শুরু করে। ঘটনার প্রতিবাদ করলে দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় ফুলচাঁদকে। জখম হন বেশ কয়েক জন। রক্তাক্ত অবস্থায় ফুলচাঁদকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেইখানেই তাঁর মৃত্যু হয়। আরও তিন জন কংগ্রেস কর্মী হাসপাতালে চিকিৎসাধীন।

কংগ্রেসের অভিযোগ, হার নিশ্চিত জেনেই এই কাজ করেছে তৃণমূল। যদিও শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের অভিযোগ, কংগ্রেসই অশান্তি পাকিয়ে গুলি চালিয়েছে। গুলিতে কোভির শেখ নামে এক তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে দাবি তাদের।

এই ঘটনা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘আমি আগেই আশঙ্কা করেছিলাম ২০১৮-র মতো এই পঞ্চায়েত নির্বাচনও রক্তাক্ত হতে পারে। আজকে কংগ্রেস কর্মীকে খুন আমার সেই কথাকেই সত্যি প্রমাণ করল। পুলিশের মদতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। আমরা কাল খড়গ্রামে প্রতিবাদ জানাব।’

নিহত ফুলচাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রাত পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। ফুলচাঁদের গ্রামে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

সাধারণের স্কুল আজ ছুটির স্কুলে পরিণত

0
বিদ্যুৎ রাজগুরু লিও টলস্টয় বলেছিলেন, ‘মানুষের অজ্ঞানতার মধ্যে সরকারের শক্তি নিহিত রয়েছে সরকার সেটা জানে। সেজন্য সরকার সত্যিকারের জ্ঞান চর্চার বিরোধিতা করে।’ সেই সংস্কৃতি...

ফেক নিউজ শিল্পে সব পার্টি সমান

0
রূপায়ণ ভট্টাচার্য লতা মঙ্গেশকর, এই জাতীয় কথায় আপনি একদা ভারত-মাতানো গান গেয়েছিলেন ‘ববি’ ছবিতে। তবে ঝুট বলে আর কউয়া কাটে না এ দেশে। হৃষীকেশ মুখার্জি,...

Odisha | ওডিশায় মহানদীতে নৌকাডুবি, মৃত ৪ নিখোঁজ বহু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ওডিশায় মহানদীতে নৌকাডুবি। ঘটনায় নদীতে ডুবে মৃত্যু হল চার জনের। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঝাড়সুগুড়া জেলার রাঙালির সারদা ঘাট এলাকায়।...

গণতন্ত্রের ব্যাকরণটা ঘেঁটে যাচ্ছে নির্বাচনে

0
গৌতম সরকার উশখুশ শুরু হয়ে গিয়েছে। অন্য কথা ভালো লাগে না কারও। কিছু বললে একই প্রশ্ন ঘুরে-ফিরে আসে, দাদা, হবেটা কী? মানে কোন দল...

Rape | প্রিজনভ্যানেই মহিলাকে গণধর্ষণ দুই কয়েদির, পুলিশের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হরিয়ানার রোহতক (Hariyana) জেলায় ঘটে গেল এক রোমহর্ষক ঘটনা। পুলিশ ভ্যানেই এক মহিলাকে গনধর্ষণ (Gang rape) করল দুই আসামী। এই...

Most Popular