Wednesday, January 15, 2025
HomeTop NewsFishermen Released | দেশে ফিরলেন বাংলাদেশে বন্দি ৯৫ ভারতীয় মৎস্যজীবী, ফেরানো হল...

Fishermen Released | দেশে ফিরলেন বাংলাদেশে বন্দি ৯৫ ভারতীয় মৎস্যজীবী, ফেরানো হল ৯০ বাংলাদেশিকেও   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে নিজেদের দেশে ফিরলেন ভারতের ৯৫ জন মৎস্যজীবী। সেই সঙ্গে বাংলাদেশে ফেরানো হল বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবীকে। রবিবার দুপুর ১২টা নাগাদ বন্দি বিনিময় হয় বঙ্গোপসাগরের উপর দুই দেশের আন্তর্জাতিক জলসীমায়। এদিন ভারতের তরফে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেয় বাংলাদেশি মৎস্যজীবীদের। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে যাচ্ছেন। সেখানেই মুক্তি পাওয়া ভারতীয় মৎস্যজীবীদের তিনি স্বাগত জানাবেন। তাঁদের সঙ্গে কথাও বলবেন বলে সূত্রের খবর।

প্রায় আড়াই মাস আগে বাংলাদেশের জলসীমার ভিতর ঢুকে পড়ায় বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী আটক করে কাকদ্বীপের ছ’টি ট্রলার। ওই ট্রলারগুলিতে ছিলেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। তাঁদের গ্রেপ্তার করে বন্দি করা হয় বাংলাদেশের জেলে। ভারতীয় মৎস্যজীবীদের অধিকাংশই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এবং নামখানার বাসিন্দা। অন্য দিকে, জলসীমা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ায় আটক করা হয় ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবী এবং তাঁদের দু’টি ভেসেলকে। এরপরেই বন্দিদের ফেরাতে শুরু হয় দুদেশের মধ্যে আলোচনা।

সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার বিজ্ঞপ্তি দিয়ে জানান, ভারতের ৯৫ জন মৎস্যজীবীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ফেরানো হবে আটক ছ’টি ট্রলার। একই সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের তরফে।  ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সোমবার গঙ্গাসাগরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুক্তি পাওয়া বন্দিদের সঙ্গে গঙ্গাসাগরে কথা বলবেন মুখ্যমন্ত্রী।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Darjeeling zoo | শীতে কাঁপছে পাহাড়, দার্জিলিং চিড়িয়াখানায় পশুর জন্য হিটারের ব্যবস্থা

0
দার্জিলিং : প্রচণ্ড শীতে কাঁপছে দার্জিলিং। রাতের ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। উচ্চতা বেশি হওয়ায় চিড়িয়াখানায় ঠান্ডাটা আরও কিছুটা...

বেসুরের ভবিতব্য

0
বড়ই সাধের নামকরণ করা হয়েছিল। ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স।’ সংক্ষেপে ‘ইন্ডিয়া।’ ভাবটা যেন বেঁধে বেঁধে চলা, ঐক্যবদ্ধ ভারতের প্রতিচ্ছবিই হল বিরোধী জোট। ২৬টি...

Siliguri | সরকারি জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস

0
সাগর বাগচী, শিলিগুড়ি : সরকারি জায়গা দখল করে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের শীতলাপাড়ায় শাসকদলের বিরুদ্ধে সরকারি...

ম্যাজিককে আশ্রয় করে ঠকিয়ে ব্যবসা অনুচিত

0
পি সি সরকার মন্ত্রতন্ত্র ঝাড়ফুঁক ঈশ্বর অথবা শয়তান—এসব নিয়ে ওঝা, পুরোহিত, কাপালিকের ক্রিয়াকলাপ, যা সেকালে চলত বলে প্রমাণিত, তাকে আমি বলি ‘যাদু’। আর একালে একজন...

Elevated corridor | এলিভেটেড করিডর নিয়ে দোলাচল, ব্যবসা নষ্টের শঙ্কায় সেবক

0
সানি সরকার, শিলিগুড়ি : এলিভেটেড করিডরে চাপা পড়তে পারে ব্যবসা, এই আশঙ্কা এখন কুরে-কুরে খাচ্ছে সেবক বাজারের বাসিন্দাদের। কীভাবে ভবিষ্যতে রুটিরুজির সংস্থান হবে, বুঝে...

Most Popular