রাঙ্গালিবাজনা: ঠা ঠা রোদ্দুরে শুকিয়ে যাচ্ছে জমি ও নালায় জমা জল। সেই সুযোগে মাছ ধরতে বড়দের সঙ্গে নেমে পড়েছে কচিকাঁচারাও। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট, ফালাকাটা সহ বিভিন্ন এলাকায় এমনই ছবি দেখা গিয়েছে রবিবার। ফালাকাটার দেওগাঁওয়ে একাধিক কৃষিজমি থেকে মিলছে পুঁটি, দাড়িকানা সহ ছোটো ছোটো নানা সুস্বাদু মাছ। প্রসঙ্গত, দেওগাঁওয়ে প্রতি বছর বর্ষাকালে নদী নালায় মেলে নানা ধরনের সুস্বাদু মাছ। গত বর্ষায় দেওগাঁওয়ের নালা থেকে প্রায় সাড়ে ১২ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়েছিল।
এদিকে মাদারিহাটের রাঙ্গালিবাজনা গ্রামপঞ্চায়েত এলাকায় কচিকাঁচারা বড়দের সঙ্গে শাঁটি, পঁয়া, গচির মতো সুস্বাদু মাছ ধরতে নেমেছে শুকিয়ে যাওয়া নালায়। এদিন তাঁরা কিছু শিঙি মাছও পেয়েছে। তবে গ্রামবাসীদের আক্ষেপ, ইদানিং কৃষিজমিতে রাসায়নিক সারের ব্যবহার বেড়ে যাওয়ায় কমে গিয়েছে নানা প্রজাতির মাছের সংখ্যা। নদী নালায় ফেলা হয় প্লাস্টিক সহ নানা ক্ষতিকর জিনিস। এতে মাছের জীবনচক্রে প্রভাব পড়েছে বিরাট। অন্যদিকে, রাস্তাঘাটের আশেপাশের জলা জায়গা সহ নালা যেভাবে দখল করে ঘরবাড়ি, দোকানপাট নির্মাণ হচ্ছে তাতে আগামীতে বর্ষার মরশুমে মাঠে-ঘাটে নদীয়ালি মাছ মিলবে কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছেন মৎসপ্রেমীরা।