Friday, November 8, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারAlipurduar | পাঁচ কিমি ধাওয়া করে বাজেয়াপ্ত কাঠ! চাঞ্চল্য এলাকায়

Alipurduar | পাঁচ কিমি ধাওয়া করে বাজেয়াপ্ত কাঠ! চাঞ্চল্য এলাকায়

বারবিশা: পুরো ফিল্মি কায়দায় বন দপ্তরের অভিযান চলল বুধবার সকালে। তারপরই আন্তঃরাজ্য চোরাই কাঠ পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড় সাফল্য পেল বক্সা ব্যাঘ্র-প্রকল্পের ভল্কা রেঞ্জ। গত ছয় মাসে আন্তঃরাজ্য কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার চোরাই কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। ভল্কা রেঞ্জের রেঞ্জ অফিসার প্রভাত বর্মন বললেন, ‘আন্তঃরাজ্য কাঠ পাচারের বিরুদ্ধে আমাদের অভিযান লাগাতার চলবে। এই পাচারচক্রের বাকি পান্ডাদের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছি।’

রেঞ্জ অফিসার প্রভাতকুমার বর্মনের নেতৃত্বে ভল্কা রেঞ্জ, কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ এবং চকচকা চেকপোস্ট রেঞ্জের যৌথ উদ্যোগে এদিন সীমানায় চেকিং চলছিল। সেসময় একটি কনটেনারকে দেখে সন্দেহ হয় বনকর্মীদের। বারবিশায় জাতীয় সড়কের ওপর সেটিকে দাঁড় করানোর চেষ্টা করেও ব্যর্থ হন তাঁরা। বুঝতে পারেন, কোথাও একটা গণ্ডগোল রয়েছে। গাড়িটি গতি বাড়িয়ে দেয়। প্রায় পাঁচ কিলোমিটার পিছুধাওয়া করার পর তেঁতুলতলায় গাড়িটা আটকাতে পারেন বনকর্মীরা। সুযোগ বুঝে কনটেনারের চাবি নিয়ে পালিয়ে যায় কনটেনারচালক। কনটেনারের ভিতরে থরে থরে সাজানো মূল্যবান বার্মাটিক। কোনও বৈধ কাগজ না দেখাতে পারায় দুজনকে গ্রেপ্তার করা হয়। পাচারের কাজে জড়িত আরেকটি চার চাকার গাড়ির মধ্যে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম আসমত আলি এবং মাজিত আলি। তাদের বাড়ি কোচবিহার জেলার বক্সিরহাটে। পরে ক্রেনের সাহায্যে গাড়িটিকে ভল্কা রেঞ্জে নিয়ে আসা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের বাকি পান্ডাদের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে বন দপ্তর।

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, অসম থেকে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি হয়ে উত্তরপ্রদেশে বার্মাটিক পাচারের ছক ছিল। কিন্তু সেই ছক ভেস্তে দেন বনকর্মীরা। এদিন ২৫০ সিএফটি বার্মাটিক বাজেয়াপ্ত হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দশ লক্ষ টাকা। এই ঘটনার পর গত ছয় মাসে মোট ছয়টি গাড়ি সহ প্রায় এক কোটি টাকার চোরাই কাঠ বাজেয়াপ্ত করেছে ভল্কা রেঞ্জ। যার মধ্যে তিনটি বার্মাটিকের গাড়ি এবং দুটি সেগুন কাঠের আসবাবের গাড়ি ছিল।

গত ২৭ জুন কাঠের আসবাব অসমের ডিমাপুর থেকে বিহারে পাচারের ছক ছিল পাচারকারীদের। বাজেয়াপ্ত সেই আসবাবের বাজারমূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা। ৪ অগাস্ট ১৫ লক্ষ টাকার বার্মাটিক বাজেয়াপ্ত করা হয়। তালিকাটা আরও বড়।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kartik Aaryan | কবে বিয়ে করছেন কার্তিক? যা বললেন নবীন প্রজন্মের ‘হার্টথ্রব’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুদর্শন চেহারা। পর্দায় একের পর এক ভিন্ন স্বাদের চরিত্র চিত্রায়ণ। সবমিলিয়ে এখন বলিউডের (Bollywood) নবীন প্রজন্মের ‘হার্টথ্রব’ তিনি। বলিউডের সেই...

Asansol | আর্জেন্টিনায় ‘বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপ’, আন্তর্জাতিক মঞ্চে সোনা জয় আসানসোলের সঞ্জিত দে’র

0
আসানসোলঃ আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করল আসানসোলের সঞ্জিত দে। আর্জেন্টিনায় অনুষ্ঠিত ‘বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপ’-এর পেয়ারস বিভাগে সোনার পদক পেয়ে আসানসোলের নাম ইতিহাসের পাতায়...

India-Bangladesh | হিন্দুদের রক্ষা করতে কঠোর পদক্ষেপ নিন, বাংলাদেশকে বলল ভারত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চট্টগ্রামে হিন্দুদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন ভারত (India-Bangladesh)। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এই হামলায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার...

TMC | সাঁকোয়াঝোরায় উপনির্বাচনের প্রচারে তৃণমূল প্রার্থী

0
গয়েরকাটা: বৃহস্পতিবার মাদারিহাট বিধানসভার অন্তর্গত সাঁকোয়াঝোরা ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সারলেন মাদারিহাট উপনির্বাচনের তৃণমূল (TMC) প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। এদিন গয়েরকাটার মা ভুবনেশ্বরী মন্দিরে...

Chhath Puja | অস্তগামী সূর্যকে অর্ঘ্য দিয়ে ছটপুজোয় শামিল পুণ্যার্থীরা

0
ব্যুরো রিপোর্ট: বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন নদীঘাটে অস্তগামী সূর্যকে অর্ঘ্য প্রদান করে ছটপুজোয় (Chhath Puja) শামিল হলেন বিভিন্ন এলাকার ছটব্রতীরা। নিয়ম মেনে শুক্রবার সকালে ফের...

Most Popular