Sunday, May 28, 2023
Homeজীবনযাপনচুলের সব সমস্যার হাত থেকে মুক্তি দেবে ফ্ল্যাক্স সিড জেল, কীভাবে ব্যবহার...

চুলের সব সমস্যার হাত থেকে মুক্তি দেবে ফ্ল্যাক্স সিড জেল, কীভাবে ব্যবহার করবেন? জানুন উপায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেয়েদের সৌন্দর্য চুলেই। কালো, ঘন, লম্বা চুল সব মেয়েরাই পছন্দ করে। তবে তা পেতে হলে চুলের যত্ন নেওয়া আবশ্যিক। কিন্তু কেমিকেল যুক্ত তেল, শ্যাম্পু ব্যবহার না করে ভরসা রাখুন বাড়িতে তৈরি তেলে। কেমিকেল মুক্ত এই তেলে চুল হবে শক্ত, ঘন ও লম্বা। বর্তমানে স্বাস্থ্য থেকে শুরু করে ত্বক ও চুলের পরিচর্যা সবেতেই ফ্ল্যাক্স সিডের ব্যবহার ভীষণ উপকারী। এতে ভিটামিন ই, ভিটামিন বি ১২, বায়োটিন,পাইরিডক্সিন, নিয়াসিন, রিবোফ্লাভিন, প্য়ান্টোথেনিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিডের উপস্থিত। কীভাবে ফ্ল্যাক্স সিড চুলের পরিচর্যায় কাজে লাগাবেন জানুন….

ফ্ল্যাক্স সিড জেল বানাবেন কীভাবে?

একটি পাত্রে ২ কাপ নিয়ে হালকা গরম করে নিন। এবার ওই জলের মধ্যে মেশান ফ্ল্যাক্স সিড। ভাল করে এবার ফোটাতে শুরু করুন এই মিশ্রণটি। মিশ্রণ ঘন হয়ে আসলে গ্যাস বন্ধ করে দিন। এরপর মিশ্রণটি ঠান্ডা করে নিন। এবং পরিস্কার কাপড় দিয়ে ছেঁকে নিন। এবার এতে অ্যালোভেরা জেল মেশান। প্রয়োজনে মেশাতে পারেন এসেনশিয়াল অয়েলও। তাতে গন্ধ আরও সুন্দর হবে। এবার একটি কাচের শিশিতে ভরে ফ্রিজে ঢুকিয়ে দিন।

এবার হালকা চুল ভিজিয়ে এই জেল নিয়ে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগান। এভাবে ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ দিন এই জেল ব্যবহার করলে উপকার পাবেন শীঘ্রই। এই জেল চুলের জেল্লা বাড়ানোর পাশাপাশি চুল পড়া একেবারে বন্ধ করে দেয়। চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments