Exclusive

Flood control | কোচবিহার ও আলিপুরদুয়ারে বন্যা নিয়ন্ত্রণে বরাদ্দ ৮০ কোটি

গৌরহরি দাস, কোচবিহার: উত্তরবঙ্গের কোচবিহার (Cooch Behar) ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলার অনেক নদীই বন্যাপ্রবণ। প্রতিবছর বর্ষায় নদী লাগোয়া এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। দুই জেলায় বন্যা নিয়ন্ত্রণের (Flood control) লক্ষ্যে বেশ কিছু নদীর নানা জায়গায় বাঁধ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেচ দপ্তর। এজন্য খরচ হবে প্রায় ৮০ কোটি টাকা। ইতিমধ্যে কয়েকটি জায়গায় কাজ শুরু হয়েছে। আরও কিছু জায়গায় কাজ শুরু হবে। স্টেট ডেভেলপমেন্ট ফান্ড ও আরআইডিএফ (গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল) থেকে এই কাজ হবে। বর্ষার আগেই তা শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দপ্তর। দপ্তর মনে করছে, কাজ সময় মতো শেষ হলে এবারের বর্ষায় ক্ষয়ক্ষতি অনেকটাই কম হবে।

এবিষয়ে উত্তর-পূর্ব সেচ (মণ্ডল ১)-এর অধীক্ষক বাস্তুকার অসীম চৌধুরী বলেছেন, ‘বন্যা নিয়ন্ত্রণে ও ক্ষয়ক্ষতি ঠেকাতে কোচবিহার, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন নদীর নানা জায়গায় নতুন করে বাঁধ নির্মাণ এবং অন্য কিছু কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবমিলিয়ে খরচ হবে প্রায় ৮০ কোটি।’

কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা দুটিতে তোর্ষা, তিস্তা, মানসাই, কালজানি, রায়ডাক-১ ও ২, ঘরঘরিয়া, কুলকুলি, সংকোশ, শালটিয়া সহ বহু নদী রয়েছে। প্রতি বছর বর্ষায় জল বেড়ে নদী লাগোয়া এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এতে বিভিন্ন জায়গায় নদীর বাঁধ ভেঙে যায়। তলিয়ে যায় জমিজায়গা, বাড়িঘর। সে কারণে জেলা দুটির বিভিন্ন নদীর দুর্বল স্থান চিহ্নিত করে বাঁধ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেচ দপ্তর।

দপ্তর সূত্রে জানা গিয়েছে, স্টেট ডেভেলপমেন্ট ফান্ডে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় মোট ২৬টি কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে কোচবিহার শহর ও শহর লাগোয়া তোর্ষা নদীর বাঁধের উপর রাস্তা সংস্কার করা হয়েছে ১ কোটি ১১ লক্ষ টাকা খরচ করে। উত্তর সিঙ্গিমারিতে মানসাই নদীতে ৬০০ মিটার বাঁধ দেওয়া শুরু হয়েছে। এজন্য খরচ হচ্ছে ১.৯৯ কোটি। মালতীগুড়িতে তোর্ষা নদীর দু’ধারে ২৭৫০ মিটার বাঁধ নির্মাণে ৪ কোটি ৬৭ লক্ষ টাকা, চরবালাভূতে কালজানি, তোর্ষা সহ বিভিন্ন নদীর সংযোগস্থলে ৯০০ মিটার বাঁধ নির্মাণে খরচ হবে ৪ কোটি ৬০ লক্ষ টাকা। ঝাউকুঠিতে জিও সিন্থেটিক ৭০০ মিটার বাঁধ নির্মাণে ৩ কোটি ৮৬ লক্ষ টাকা খরচ হবে। এছাড়া আরআইডিএফ-২৮ ফান্ডে কোচবিহারের বড় লাউকুঠি ও উত্তর ফলিমারিতে সংকোশ নদীতে ৫ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ হবে। অন্যদিকে, হাঁসখাওয়ায় তোর্ষা নদীতে বাঁধ তৈরি করা হবে। এজন্য বরাদ্দ ১ কোটি ৯০ লক্ষ টাকা। মদনকুড়ায় ঘাটপাড় এলাকায় মানসাই নদীতে ৯০০ মিটার বাঁধ তৈরি হবে। খরচ সাড়ে তিন কোটি টাকা।

অন্যদিকে, আলিপুরদুয়ার জেলাতেও বেশ কিছু কাজ হবে। এর মধ্যে স্টেট ডেভেলপমেন্ট ফান্ডে নিউল্যান্ডসের অমরপুরে রায়ডাক নদীতে ৮০০ মিটার বাঁধ নির্মাণে ১.৪৪ কোটি, ঝরনা বস্তির হাঁসমারা ঝোরাতে ১৭০০ মিটার বাঁধ নির্মাণে ২ কোটি, বৃত্তিবাড়িতে সংকোশ নদীতে ৫২৫ মিটার বাঁধ নির্মাণে ১ কোটি ৫৫ লক্ষ, শামুকতলার কালকূট নদীতে ১৫৫০ মিটার বাঁধ নির্মাণে ১.৪ কোটি, জারাগুড়িতে সংকোশে ২৮৮ মিটার বাঁধ নির্মাণে ২৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া আরআইডিএফ-এ আলিপুরদুয়ারের পশ্চিম জয়দেবপুর ও বড় দলদলিতে রায়ডাক নদীতে ২৪২০ মিটার বাঁধ নির্মাণ হবে। এজন্য ৫ কোটি ৪৫ লক্ষ টাকা খরচ হবে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

BSF | যৌনাঙ্গে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা! ভেস্তে দিল বিএসএফ

হিলি: যৌনাঙ্গে লুকিয়ে শোনা পাচারের ছক ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী। সোমবার বিকেলে হিলি সীমান্ত…

6 hours ago

Delivery Boy | তাপসী পান্নুকে সামনে দেখেও চরম নিস্পৃহ ডেলিভারি বয়, ভাইরাল ভিডিও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের অভিনেত্রীকে সামনে দেখেও নিষ্পৃহ একটি ফুড ডেলিভারি অ্যাপের ডেলিভারি বয়।…

6 hours ago

Lok Sabha Elections 2024 | দিনভর বিক্ষিপ্ত উত্তেজনা! দিনের শেষে শান্তিতেই ভোট, দাবি কমিশনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিক্ষিপ্ত কিছু উত্তেজনার ঘটনা ছাড়া মোটের উপর শান্তিতেই মিটল পঞ্চম দফার…

8 hours ago

Bengal Police | পঞ্চম দফা ভোটের দিনই অপসারিত পশ্চিম মেদিনীপুরের এসপি, খোঁচা অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের (Lok Sabha Election 2024) আবহে রাজ্য পুলিশে (Bengal Police) রদবদল…

8 hours ago

NBU Researcher Death | গবেষক ছাত্রীর রহস্যমৃত্যুতে অধ্যাপকের হাত! অভিযোগ ঘিরে বিক্ষোভ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে এসে মর্মান্তিক মৃত্যু হয় তরুণী ছাত্রী ববিতা দত্তের। বিশ্ববিদ্যালয়ের পাশেই…

9 hours ago

Asansol | দামোদর নদীতে ডুবে মৃত্যু স্কুল পড়ুয়ার,শোকের ছায়া এলাকাজুড়ে

আসানসোল: বন্ধুদের সঙ্গে দামোদর নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার।…

9 hours ago

This website uses cookies.