মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

Mohun Bagan Super Giant | ফের পঞ্চবাণ মোহনবাগানের

Date:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা লিগে প্রথম ৩ ম্যাচে ২ পয়েন্ট পেয়ে ধুকতে থাকা মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) এই মুর্হূতে অশ্বমেধের ঘোড়া। শেষ ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীর ৫ গোল দেওয়ার পর সোমবার নৈহাটি স্টেডিয়ামে ইস্টার্ন রেলওয়ে এসসি-কে ৫-০ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। হ্যাটট্রিক করেন ম্যাচের নায়ক সালাহউদ্দিন আদনান (Salahuddin Adnan)।

সিনিয়ার দলের সঙ্গে অনুশীলন করায় এদিন সুহেল আহমেদ ভাট, অভিষেক সূর্যবংশী, সৌরভ ভানুয়ালা ও সুমিত রাঠি খেলেননি। তবে গ্রুপের একাদশ স্থানে থাকা ইস্টার্ন রেলওয়ের বিরুদ্ধে প্রথম গোল তুলতে অসুবিধা হয়নি। ৩২ মিনিটে ডানদিক থেকে টাইসন সিংয়ের সেন্টার ধরে ডেডলক ভাঙেন ফারদিন আলি। ৬৫ মিনিটে পরিবর্ত হিসাবে নামা ভিয়ানের সেন্টার ধরে ব্যবধান বাড়ান সালাহউদ্দিন। ৮০ মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় গোলটি করেন রাজ বাসফোর। এর দুই মিনিটের মধ্যে ডানপ্রান্ত দিয়ে কাট করে বাঁপায়ের আড়াআড়ি শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল সালাহউদ্দিনের। ম্যাচের সংযুক্তি সময়ের শেষলগ্নে সেই ডানপ্রান্ত দিয়েই একজনকে কাটিয়ে দূরপাল্লার শটে হ্যাটট্রিক সারেন এই কেরালাইট স্ট্রাইকার। ম্যাচের পর তিনি বলেছেন, ‘আমার লক্ষ্য সিনিয়ার দলে জায়গা করে নেওয়া। তারজন্য এই প্রতিযোগিতায় ভালো খেলতেই হবে।’ ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচেই রইল মোহনবাগান। সমসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ভবানীপুর এফসি। ১১ অগাস্ট ঘরের মাঠে লিগের পরের ম্যাচে মেরিনার্সের প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Cristiano Ronaldo | আয়ের নিরিখে শীর্ষে রোনাল্ডো

নিউ ইয়র্ক: রেকর্ড যেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পিছনে ছোটে। বয়স...

Pink Ladies Cup | শারজায় খেলবে ভারতীয় মহিলা ফুটবল দল

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ শারজায় পিঙ্ক লেডিজ কাপে খেলবে ভারতীয়...

ICC Champions Trophy | দুবাই যেতে পারবেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরা! শর্তসাপেক্ষে সুর নরম বোর্ডের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি(ICC Champions Trophy)...

Jatileswar Temple | শিবরাত্রি উপলক্ষ্যে নিরাপত্তায় জোর, প্রস্তুতি জটিলেশ্বর মন্দিরে 

অভিরূপ দে, ময়নাগুড়ি: শিবরাত্রি উপলক্ষ্যে জল্পেশ মন্দিরের মতো জোর...