উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সংসদে বাংলার বিজেপি সাংসদদের ভুমিকা কেমন হওয়া উচিত, এই ব্যাপারে বিশদে আলচনা করতে দিল্লিতে নিজ বাসভবনে বৈঠক ডেকেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিনের বৈঠকে উপস্থিত হন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিনের বৈঠকে সুকান্তর জন্য গেরুয়া ফুলের তোড়া নিয়ে হাজির হন শুভেন্দু। বৈঠকে পাশাপাশি বসতে দেখা যায় রাজ্য বিজেপির এই দুই শীর্ষনেতাকে। বৈঠক সারার পাশাপাশি জমিয়ে নৈশভোজও সারেন উপস্থিত সাংসদেরা। সুকান্তর বাড়ির সামনের লনে ব্যাডমিন্টন খেলাতেও মেতে উঠতে দেখা যায় কয়েকজনকে।
বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, ‘মন্ত্রী হিসেবে দিল্লিতে একটা বড় বাড়ি পেয়েছি। তার সদ্ব্যবহার করছি। দিল্লিতে আপাতত এটাই বঙ্গ বিজেপির দপ্তর। এবার থেকে প্রত্যেক অধিবেশনেই একবার করে এখানে আমরা বাংলার সাংসদরা বৈঠক করে নেব।’ এছাড়াও এদিন সংসদে নতুন সাংসদদের ভুমিকা নিয়েও কথা হয়েছে বলে জানান সুকান্ত। এই বিষয়ে তিনি বলেন, ‘সাংগঠনিক বিষয় নিয়েও সাংসদদের কাছ থেকে কিছু পরামর্শ উঠে এসেছে। পরবর্তী সাংগঠনিক বৈঠকে সে সব পরামর্শ নিয়ে আলোচনা হবে।’