Breaking News

দেশের অখণ্ডতার পক্ষে বিজেপি, ‘গোর্খাল্যান্ড’ নিয়ে এখনই ভাবতে নারাজ গেরুয়া শিবির

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লিঃ বছর গড়ালেই সাধারণ নির্বাচন। পরিবর্তন বনাম প্রত্যাবর্তনের লড়াইকে কেন্দ্র করে রাজ্য স্তরে সক্রিয়তা শুরু হয়েছে বিজেপি শিবিরে। সেই সূত্রে বিজেপি শীর্ষ নেতৃত্বের দাবি, পশ্চিমবঙ্গকে বিশেষ নজরে রাখা হচ্ছে। বিজেপির ‘গড়’ উত্তরবঙ্গ নিয়েও রয়েছে বিশেষ ভাবনাচিন্তা। তবে বাংলা ভাগ, পৃথক রাজ্য গঠন তথা গোর্খাদের দাবিদাওয়া নিয়ে এখনই কোন সিদ্ধান্ত নিতে রাজি নয় গেরুয়া শিবির।

বিশেষ সূত্রে জানা গেছে, সম্প্রতি দিল্লির এক পাঁচতারা হোটেলে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অশ্বিনী বৈষ্ণব, অনুরাগ সিং ঠাকুর, পীযুষ গয়েল, রাজনাথ সিং-এর মতো কেন্দ্রীয় মন্ত্রীসভার বিশিষ্ট সদস্যরা। সেখানেই উত্থাপিত হয় উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতিও৷ সূত্রের দাবি, উত্তরবঙ্গ নিয়ে পৃথক ও স্বতন্ত্র কিছু ভাবনাচিন্তা আছে শীর্ষ নেতৃত্বের৷ ২০১৯-র লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের দিকে দিকে পদ্মফুল ফোটায়, সংশ্লিষ্ট অঞ্চলে দলীয় কর্মকাণ্ড ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা নিয়ে চিন্তাভাবনা করছে বিজেপি৷ তবে শীর্ষ নেতৃত্বের দাবি, উন্নয়নই হবে শেষ কথা, কিন্তু বাংলা ভাগ, গোর্খাদের দাবি নিয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এখনও৷ তাঁদের মতে, পুরনো দাবি-দাওয়া থাকতেই পারে, তবে তা নিয়ে কিন্তু এমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হবে না যা দেশের একতা, অখন্ডতা, স্বার্থের পরিপন্থী৷ প্রশ্ন উঠেছে, তবে কী গোর্খাল্যান্ড, কামতাপুর, সীমাঞ্চল ইত্যাদি পৃথক রাজ্যের দাবিদাওয়া থেকে কী তবে সরে দাঁড়াল গেরুয়া শিবির? স্বাভাবিক ভাবেই এ নিয়ে কোন সদুত্তর পাওয়া যায়নি শীর্ষ নেতৃত্বের তরফে। এই প্রসঙ্গে অবশ্য তাদের স্বগতোক্তি – ‘কেন পৃথক রাজ্যের দাবি উঠছে বার বার সেটাও কিন্তু ভেবে দরকার। রাজ্য সরকারের অপশাসনই তার কারণ।’

জেপি নাড্ডা সহ একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সদস্যের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের মদতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে গোটা রাজ্যে৷ সংখ্যালঘু তোষণ চলছে৷ তবে নেতৃত্ব আশাবাদী এমন পরিস্থিতি বেশিদিন থাকবে না। জনতাই পরিবর্তন আনবে, যেমন হয়েছে আগে৷ কতদিন ধরে জনতাকে দমিয়ে রাখা হবে? একদিন না একদিন তারা প্রতিবাদে মুখর হবেই৷ সেদিনই সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটবে, জানিয়েছেন গেরুয়া শিবিরের মাথা-রা।

আগামী মাসে বিজেপি সভাপতি নিজে বাংলায় যাবেন, রাজ্য সফরে আসবেন একঝাঁক কেন্দ্রীয় নেতাও৷ জেলা, রাজ্যস্তরের নেতা-কর্মী ও সদস্য দের সঙ্গেও বৈঠকে বসা হবে৷ দার্জিলিং থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত দলের সাংগঠনিক শক্তির করা হবে মূল্যায়ণ। এক্ষেত্রে উঠে আসে দুর্নীতির প্রসঙ্গ। তাদের মতে, এখন বাংলার অপর নাম দুর্নীতি৷ সব স্তরের দুর্নীতি সামনে আসছে৷ তারা মনে করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো নিজে এই দুর্নীতির শিখরে বসে আছেন৷

বিজেপি শীর্ষ নেতৃত্ব দাবি করেছেন, আশার কথা এই যে বাংলার সাধারণ মানুষ রুখে দাঁড়াতে শিখে গেছেন, তাঁরা প্রতিবাদ করছেন সমস্বরে৷ গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করার পরেও হয়তো পঞ্চায়েতে রিগিং আর সন্ত্রাস করে জিতবে তৃণমূল, কিন্তু লোকসভা নির্বাচনে তা হবে না৷ সংখ্যালঘু তোষণের মূল্য চোকাতে হবে তৃণমূলকে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার যাত্রা প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছেন, ‘আমরা সব কিছুই লক্ষ্য রাখছি৷  এটাও দেখছি যে বাংলার জনতা হাতের সামনে পেয়ে কিভাবে অভিষেককে প্রশ্নবাণে নিশানা করছেন৷’

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Madhyamik result | আর কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ, কোন সাইটে নজর রাখবেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, আজ…

48 mins ago

IPL-2024 | ব্যর্থ ঋতুরাজের লড়াই, ৭ উইকেটে পঞ্জাবের কাছে হেরে গেল চেন্নাই সুপার কিংস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে পঞ্জাবের কাছে ৭ উইকেটে হেরে গেল চেন্নাই সুপার কিংস।…

8 hours ago

Recruitment scam | ২০২০ সালের নিয়োগেও দুর্নীতি! মেধা তালিকায় দ্বিতীয় হয়েও মেলেনি চাকরি, বিস্মিত বিচারপতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০১৬ সালের পর এ বার প্রশ্ন উঠল ২০২০ সালের স্কুল সার্ভিস…

9 hours ago

Viral Post | ধনী ঘরের ছেলে চাই, মেয়ের ঘটকালির জন্যই তিন লক্ষ টাকা খরচ বাবার!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রসঙ্গ যখন সন্তানের বিয়ের, তখন বাবা-মায়েরা সবথেকে ভালো পাত্র-পাত্রীর খোঁজ করেন।…

10 hours ago

Kunal Ghosh | ‘যিনি চাকরি বিক্রিতে যুক্ত তিনি এখনও রাজ্যের মন্ত্রী’, বিস্ফোরক ‘অপসারিত’ কুণাল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করায় দলীয় পদ থেকে কুণাল ঘোষকে…

10 hours ago

Weather Report | অবশেষে স্বস্তি, ঝড়বৃষ্টিতে ভাসল রাজ্যের উপকূলবর্তী এলাকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে তীব্র তাপপ্রবাহ থেকে মিলল স্বস্তি।  আগামী দুই থেকে তিন ঘণ্টার…

10 hours ago

This website uses cookies.