উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চিকিৎসায় গাফিলতি অভিযোগ। মৃত্যু হল এক শিশুর (Child Death)। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে (Kalyani JNM Hospital)। এদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় কল্যাণী থানার পুলিশ। সমস্ত পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়।
মাথা যন্ত্রণা এবং বমির উপসর্গ নিয়ে গত মঙ্গলবার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়েছিল। শিশুর বাড়ি হরিণঘাটায়। বয়স চার বছর তিন মাস। তার পরিবারের তরফে জানা যায়, বুধবার সিটি স্ক্যান করা হয়। রিপোর্ট দেখার পর চিকিৎসকেরা বলেছিলেন বাচ্চাটির মাথায় জল জমেছে। তাই এমআরআই করতে হবে। চিকিৎসক এও জানিয়েছিলেন, শিশুটির অবস্থা আগের থেকে ভালো। তবে আরও একটু সুস্থ হোক। তারপরে আবার এমআরআই (MRI) স্ক্যান করানো হবে। সেই মতো পরিবারের সদস্যরা রেডিওলজি বিভাগে কথা বলে তাদের রিপোর্ট দেখান। তারাও বলেন, শিশুর যা শারীরিক অবস্থা, তাতে এমআরআই স্ক্যান করানো যাবে না। তবুও গতকাল রাতে জুনিয়র চিকিৎসক এবং নার্সরা একপ্রকার জোর করেন সিটি স্ক্যানের জন্য। এমনকি তাঁদের দিয়ে জোর করে লিখিয়ে সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয় শিশুটিকে। তার আগে তাঁকে সংজ্ঞাহীন করা হয়। কিন্তু তারপর থেকে আর তার জ্ঞান ফেরেনি বলে দাবি।
শনিবার সকালে চিকিৎসকরা জানান, শিশুটির মৃত্যু হয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবারের সদস্যরা। খবর পেয়ে সেখানে পৌঁছয় কল্যাণী থানার পুলিশ (Police)। পরিস্থিতি সামাল দেয়। ইতিমধ্যেই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক (Doctors) ও নার্সদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।