নাগরাকাটা: বন দপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে হাতি তাড়ানোর নয়া স্কোয়াড চালু হচ্ছে ডায়না টোলগেট বিটে। বন দপ্তরকে একাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এগিয়ে এসেছে স্পেন্টা এইড ফাউন্ডেশন ও ডুয়ার্স জাগরণ নামে দুটি সংস্থা। সংস্থা দুটির তরফে এজন্য ৫ জনকে নিয়োগ করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই হাতি উপদ্রুত এলাকার বাসিন্দা। বনকর্মীদের সঙ্গে ওই যুবকরা মিলিতভাবে হাতির গতিবিধির প্রতি নজর রাখবেন। পাশাপাশি গ্রামে হাতি ঢুকলে নিরাপদে বুনোগুলিতে অন্যত্র সরিয়ে দেওয়ার পদক্ষেপ করবেন। বুধবার হাতি তাড়ানোর ওই কর্মীদের বন দপ্তরের তরফে সুলকাপাড়া বিট অফিসের কার্যালয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বৃহস্পতিবার থেকেই নয়া স্কোয়াড কাজে নেমে পড়বে। হাতি-মানুষের সংঘাত রোধে স্বেচ্ছাসেবীদের পাশে নিয়ে এই নয়া মডেল সফল হলে ভবিষ্যতে অন্যত্রও চালু করার পরিকল্পনা রয়েছে বন দপ্তরের।
ডায়নার রেঞ্জার অশেষ পাল বলেন, ডায়না টোলগেট বিটের আওতাধীন বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা এই উদ্যোগের ফলে উপকৃত হবেন। আপাতত ৪ মাসের জন্য নয়া প্রকল্পটি চলবে। ডুয়ার্স জাগরণের কর্ণধার ভিক্টর বসু বলেন, দীর্ঘকালীন মেয়াদেও যাতে বন দপ্তরের সঙ্গে যৌথভাবে চালু হওয়া এমন স্কোয়াডের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে সেই প্রচেষ্টাও আমাদের তরফে থাকছে।