বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

Falakata | বাইসনের হানায় বনকর্মীর মৃত্যু, শোকের ছায়া মালঙ্গি বিটে

শেষ আপডেট:

সুভাষ বর্মন,ফালাকাটা: বাইসনের হামলায় মৃত্যু হল এক বনকর্মীর। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে জলদাপাড়া পূর্ব রেঞ্জের মালঙ্গি বিট এলাকায়। মৃত বনকর্মীর নাম দুলাল রাভা, বাড়ি চিলাপাতা এলাকায়।

বন দপ্তর সূত্রে জানা গেছে, এদিন দুপুরে জঙ্গলের ভেতরে কর্মরত অবস্থায় দুলালকে আক্রমণ করে একটি বাইসন।ঘটনায় গুরুতর জখম হন তিনি। তড়িঘড়ি বন দপ্তরের গাড়িতে করেই তাঁকে নিয়ে আসা হয় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে তাঁর পরিজনরাও দ্রুত ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে আসেন। ঘটনায় মৃতের স্ত্রী গীতা রাভা ও মেয়ে রাখি রাভা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। পুলিশ এদিনই দেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। এই বিষয়ে জলদাপাড়ার ডিএফও পারভিন কাশোয়ান জানান, বাইসনের আক্রমণে ওই বনকর্মীর মৃত্যু হয়। তাঁর পরিবার আর্থিক ক্ষতিপূরণ পাবে ও একটি চাকরিও পাবে।

Share post:

Popular

More like this
Related

Minor YouTuber pregnancy | নাবালিকা ইউটিউবারের সঙ্গে প্রেম-ঘনিষ্ঠতা, অন্তঃসত্বা হতেই গ্রেপ্তার প্রেমিক    

ঘোকসাডাঙ্গা: বর্তমানে সামাজিক মাধ্যমে অধিকাংশ যুক্ত। কেউ ইউটিউবে, কেউ...

Microfinance | ক্ষুদ্র ঋণ সংস্থার কর্মীদের ঝাঁটা হাতে তাড়া! মেটেলির চা বাগানে হুলুস্থুল কাণ্ড

মেটেলি: বকেয়া ঋণের কিস্তি টাকা আনতে যাওয়া মাইক্রো ফাইন্যান্স...

Mathabhanga | নিষিদ্ধ হলেও মোবাইল ফোনের যথেচ্ছ ব্যবহার! স্কুলগুলিতে নজরদারিতেই গলদ

মাথাভাঙ্গা: স্কুলে কোথাও আছে নজরদারি আবার কোথাও নেই। ডাকঘরা...

Cooch Behar | শহরে বাড়ছে ভিনরাজ্যের আনারসের চাহিদা

কোচবিহার: গরম পড়তেই শহরে ফলের দোকানগুলিতে আমের পাশাপাশি আনারসেরও...