মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

Ripun Bora | রিপুন বোরার ‘ঘর ওয়াপসি’, ফের যোগদান কংগ্রেসে

Date:

গুয়াহাটি: প্রত্যাশা মতোই কংগ্রেসে ফিরলেন অসমের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি রিপুন বোরা (Ripun Bora)। তাঁর বেশ কয়েকজন অনুগামীও কংগ্রেসে (Congress) যোগ দিয়েছেন। রবিবার চড়াইদেওতে অনুষ্ঠিত কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী বৈঠকে রিপুনের ‘ঘর ওয়াপসি’কে স্বাগত জানান রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা জিতেন্দ্র সিং এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেনকুমার বোরা। জিতেন্দ্র বলেন, ‘আমরা এআইসিসির তরফে রিপুন বোরাকে স্বাগত জানাচ্ছি। এটা ওঁর ঘরে ফেরা। তিনি একবার তৃণমূলে চলে গেলেও তাঁর ডিএনএতে কংগ্রেস রয়েছে। আমি খুশি যে তিনি কোনও পূর্ব শর্ত ছাড়া একজন সাধারণ কর্মী হিসাবে দলে যোগ দিয়েছেন।’

দলবদলের পর দৃশ্যত খুশি রিপুন বলেন, ‘আমি কংগ্রেস ছেড়ে ছিলাম। আড়াই বছর দলের বাইরে ছিলাম। আমার পুরোনো বাড়িতে ফিরতে পেরে গর্ববোধ হচ্ছে।’ অসমে তৃণমূল বা কোনও আঞ্চলিক দলের পক্ষে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা সম্ভব নয় বলে দাবি করেন রিপুন। প্রবীণ নেতা বলেন, ‘মানুষ কংগ্রেসকে চায়। একমাত্র কংগ্রেসের হাত ধরেই রাজ্যে পালাবদল হতে পারে। আমি যদি তৃণমূলে থেকে যেতাম তাহলে ভোট ভাগ হত। লাভবান হত বিজেপি। সময়ের দাবি মেনে আমি তৃণমূল থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসে শামিল হয়েছি।’

২০১৬-’২১ পর্যন্ত অসমে প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন রিপুন বোরা। ৩ বছর আগে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এদিন ফের পুরোনো দলে ফিরলেন তিনি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Andhra Pradesh | ধর্ষণের জেরে গর্ভবতী কিশোরী, সন্তান প্রসবের পর মৃত্যু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে...

Tesla | ভারতে কর্মী নিচ্ছে টেসলা, মোদি-মাস্কের বৈঠকের পরই এদেশের বাজারে বিনিয়োগের ইঙ্গিত?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতে কর্মী নিয়োগ শুরু করল...

No to dowry | থালায় সাজানো পণের টাকা ফিরিয়ে দিল বর, পণপ্রথার বিরুদ্ধে তুললেন প্রশ্নও   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৫ সালে এসেও পণের জন্য...

NH 10 | গড়করির কথায় আশার আলো, দু’লেনের হবে সিকিমের লাইফলাইন

সানি সরকার, শিলিগুড়ি: ডানপাশে সবুজ তিস্তা এবং বাঁ পাশে...