উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রবল জনবিক্ষোভের (Bangladesh Unrest) মুখে সোমবার দেশ ছাড়ার পরই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা (Sheikh Hasina Resigns)। গতকালই তিনি বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। সেদেশের সেনা প্রধান শান্তি রক্ষার বার্তা দিলেও হিংসা এখনও থামেনি। এই পরিস্থিতির মধ্যে জ্বালিয়ে দেওয়া হল বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফে মোর্তাজার বাড়ি। তিনি শেখ হাসিনার আওয়ামি লিগ দলের সাংসদও। বাংলাদেশে সরকারের বিরুদ্ধে ছাত্রবিক্ষোভের সময় কেন চুপ ছিলেন মোর্তাজা, এই প্রশ্ন তুলে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
বাংলাদেশের সেনা প্রধান শান্তি রক্ষার বার্তা দিলেও হিংসা এখনও থামেনি। জায়গায় জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘরে ঢুকে মারধরের ঘটনাও বাদ যায়নি। মূলত আওয়ামি লিগের (Awami League) নেতা, সাংসদদের বাড়ি, হোটেলে হামলা চালানো হয়েছে। প্রাণ বাঁচাতে অনেকেই দেশ ছাড়ছেন। সোমবার বিকেলে নড়াইল-২ আসনে আওয়ামি লিগের সাংসদ মোর্তজার নড়াইলের বাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০১৮ সালে রাজনীতিতে যোগ দেন। শুধু মাশরাফই নন, বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট দলের আর এক প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের রাজনৈতিক দপ্তর পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনিও আওয়ামি লিগের সাংসদ। মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন শাকিব।