Thursday, February 13, 2025
HomeTop NewsHaryana | প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Haryana | প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হরিয়ানার (Haryana) প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা (Om Prakash Chautala, Former Haryana Chief Minister)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। শুক্রবার হরিয়ানায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

ওমপ্রকাশ চৌটালা, রাজনীতির আঙ্গিনায় এক বর্ণময় চরিত্র। বিশেষ করে হরিয়ানার রাজনীতিতে তাঁর উত্থান ছিল চমকপ্রদ। ৭ বারের বিধায়ক তথা হরিয়ানার ৫ বারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। দক্ষ রাজনীতিবিদ ওমপ্রকাশের দল আইএনএলডি, একটা সময় ছিল এনডিএর সহযোগী ছিল। পরে তৃতীয় ফ্রন্টে যোগ দেন। ২০০৯ সালে এনডিএ ও ইউপিএতে যোগ সব জোট ত্যাগ করেন। ১৯৮৭ সালে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হন ওমপ্রকাশ। ১৯৯০ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। যতটা দাপটের সঙ্গে রাজনীতি তিনি করেছেন, ঠিক একইভাবে বিতর্কেও জড়িয়েছেন তিনি। ২০০৮ সালে জুনিয়র বেসিক শিক্ষক পদে নিয়ম বহির্ভূত ভাবে ৩,২১৬ জনকে নিয়োগ করার অভিযোগ উঠেছিল ওমপ্রকাশের বিরুদ্ধে। এই ঘটনার জন্য সিবিআই তদন্ত পর্যন্ত হয়েছিল। তদন্তের পর ২০১৩ সালে দিল্লি আদালত ওমপ্রকাশ ও তাঁর পুত্র অজয় সিং চৌটালাকে ১০ বছরের কারাদণ্ড দেয়। সুপ্রিম কোর্টেও (Supreme Court) বহাল ছিল এই শাস্তি। এরপর তাঁরা তিহার যাত্রা করেন। জেলবন্দি দশাতে ২০১৭ সালে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেন ওমপ্রকাশ। সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণও হন।

ওমপ্রকাশ চৌটালার রাজনীতির ভিত তৈরি হয়েছিল তাঁর পরিবার থেকেই। ১৯৩৫ সালের জানুয়ারি মাসে জন্ম হয় ওমপ্রকাশের। বাবা ছিলেন দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী চৌধুরী দেবীলাল। বাবার মৃত্যুর পর জাতীয় রাজনীতির আঙিনায় জাঠ রাজনীতিকে তুলে আনেন  ওমপ্রকাশ। তাই এমন একজন রাজনীতিবিদের মৃত্যুতে ক্ষতি হল অনেকটা। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে লেখেন, ‘হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার প্রয়াণে আমি শোকস্তব্ধ। চৌধুরী দেবীলালের যোগ্য পুত্র তাঁর পিতার পদাঙ্ক অনুসরণ করে রাজ্য রাজনীতিতে দীর্ঘ বছর সক্রিয় ছিলেন। তাঁর প্রয়াণের তাঁর শোকাতুর পরিবারের প্রতি আমার সমবেদনা।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular