নকশালবাড়ি: তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএমে যোগ দিলেন আইএনটিটিইউসি তরাই ডুয়ার্সের প্রাক্তন সম্পাদক মদন গোহতরাজ। মঙ্গলবার অটল চা বাগানে প্রায় ১০০ জন অনুগামীকে নিয়ে সিপিএমে যোগ দেন তিনি। এদিন মদনবাবুর হাতে দলীয় পতাকা তুলে দেন সিটুর দার্জিলিং জেলা সম্পাদক গৌতম ঘোষ। উপস্থিত ছিলেন মাধব সরকার, ঝরেন রায় সহ অন্যরা। যোগদান কর্মসূচি শেষে সিপিএমের কর্মীরা অটল চা বাগানের ফ্যাক্টরিতে দলীয় পতাকা লাগিয়ে দেন। মদনবাবু বলেন, ‘তৃণমূল কংগ্রেসে পুরোনো কর্মী -সমর্থকদের আর গুরুত্ব দেওয়া হয় না। দীর্ঘ পাচ বছর ধরে তরাই ডুয়ার্সে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছি। এখন দলটি দুর্নীতিগ্রস্ত লোকদের হাতে চলে গিয়েছে। তারা এখন পুরোনো কর্মীদের গুরুত্ব দেয় না। তাই সিপিএমকেই আমরা বেছে নিয়েছি।’