হারারে : আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হতে হওয়ার আশঙ্কায় ব্রেন্ডন টেলর। আইসিসির তরফে এখনও সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু জিম্বাবোয়ের তারকা এই ক্রিকেটার নিজেই মনে করছেন, শাস্তি এড়ানো অসম্ভব।
নিজের অজান্তেই ভারতীয় বুকিদের পাতা ফাঁদে পা দেন। বুকিদের ব্ল্যাকমেলের মুখে পড়ে টাকার টোপ গিলতে বাধ্য হওয়া। আইসিসিকে বুকিদের থেকে অর্থ নেওয়ার কথা বলেছিলেন। তবে তা অনেক দেরীতে, আইসিসির কোড অফ কনড্যাক্ট অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ।
টেলরের ক্রিকেট কেরিয়ারে ওঠাপড়া কম নয়। জিম্বাবোয়ে ক্রিকেটের ডামাডোলের কারণে, কেরিয়ারের মধ্যগগণে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়ে কাউন্টি ক্রিকেট টিমের সঙ্গে কোলপ্যাক চুক্তি করেন। পরে সেই চুক্তি থেকে মুক্তি নিয়ে ফের প্রত্যাবর্তন করেন। কিন্তু এর মাঝেই ভারতীয় বুকি-যোগ হাজির নতুন বিপদ হয়ে।
সোমবার ঘটনার কথা জানিয়েছেন টেলর। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, কীভাবে তাকে ভুল বুঝিয়ে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। জিম্বাবোয়েতে নতুন একটা টি২০ টুর্নামেন্ট আয়োজনের কথা বলা হয়। কিন্তু ভারতে এসে যখন বুঝতে পারেন বুকিদের ফাঁদে পড়েছেন, তখন আর কিছু করার নেই। নিজেকে বাঁচাতেই, বিপদ এড়াতে বাধ্য হন আর্থিক টোপ গিলতে। তবে টেলরের দাবি, তিনি কখনও গড়াপেটার সঙ্গে জড়িত হননি কখনও।
ভারতীয় ব্যাবসায়ী পরিচয় দেওয়া জনৈক বুকির সঙ্গে বৈঠকের ঘটনা বর্ণনা করে টেলর লিখেছেন, আমাকে বলা হয় জিম্বাবোয়েতে নতুন একটা টি২০ লিগ করা হবে। লিগের আয়োজন, স্পনসরশিপ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য আমাকে ডাকা হয় ভারতে। এরজন্য ১৫ হাজার ডলার দেওয়া হবে আমাকে। তখনও বোর্ডের থেকে প্রায় ৬ মাস মাইনে পাচ্ছি না।
টেলরের দাবি, একটা আশঙ্কা থাকলেও, রাজি হয়ে যাই। বৈঠকের পর সবাই মিলে আমাকে কোকেন সেবনের অনুরোধ করে। অনুরোধ ফেলতে পারিনি। পরের দিন সেই ভিডিও দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করা হয়। বলা হয় ১৫ হাজার মার্কিন ডলার গড়াপেটার জন্য দেওয়া হচ্ছে। কাজ হলে আরও ২০ হাজার মার্কিন ডলার দেবে।
টেলর না বলতে পারেননি। বুঝতে পারছিলেন, তা করলে আরও বড়ো সমস্যায় পড়বেন। এরপর দেশে ফিরে পরিবারের নিরাপত্তার স্বার্থে বেশ কিছুদিন মুখও বন্ধ রাখেন। ঘটনার প্রায় মাস চারেক পর আইসিসিকে সবকিছু জানান।
এই দেরির জন্যই কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হতে পারেন। নিশ্চিত টেলরের বক্তব্য, আইসিসি শাস্তি দিলে তিনি তা মেনেও নেবেন। বাকিরা যেন এমন ফাঁদে না পড়েন, তাই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট বলেও জানিয়েছেন তিনি।