বেঙ্গালুরু: নিজের জন্মদিন উপলক্ষ্যে বন্ধুদের সঙ্গে পার্টি করেছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) বেঙ্গালুরুর এক পড়ুয়া নিলয় কৈলাসভাই প্যাটেল। তারপরই হস্টেল চত্বর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ক্যাম্পাসিংয়ে ফ্যাশন সংক্রান্ত ই-কমার্স ফার্মে চাকরি পেয়েছিলেন নিলয়। সোমবারই সেই সংস্থায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর।
পুলিশ সূত্রে খবর গুজরাটের বাসিন্দা নিলয় দ্বিতীয় বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ছাত্র ছিলেন। রবিবার রাতে বন্ধুদের সঙ্গে পার্টি করেছিলেন। সোমবারই সকাল সাড়ে ৬টা নাগাদ প্রথম হস্টেলের নিরাপত্তারক্ষীরা অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুলিশ এসে নিলয়কে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানান, হাসপাতালে আসার অনেক আগেই মৃত্যু হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জন্মদিনের পার্টি সেরে রবিবার ভোররাতে নিজের ঘরে যাচ্ছিলেন নিলয়। সেই সময়ে কোনওভাবে তিনতলা থেকে নীচে পড়ে যান তিনি। নিলয়ের শরীরে হালকা আঘাত ও কালশিটের দাগ দেখা গিয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তবে নিলয় আত্মহত্যা করেননি বলেই ধারণা তদন্তকারীদের। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।