শিলিগুড়ি: বর্গা নিয়ে বিবাদের জেরে জমির মালিককে খুন করায় চার জনকে যাবজ্জীবন কারাদন্ড (Life imprisonment) দিল শিলিগুড়ি আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট (Fast track court)। ২০০৫ সালের ২৪ জুলাই খড়িবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, জনৈক রূপতন সরকারের জমিতে বর্গাদার হিসেবে কাজ করতেন কুঞ্জ সিংহ, ভারতী সিংহ, বিদেশ সিংহ ও সুনীল সিংহ। কিন্তু বর্গাদার হিসেবে কাজ করলেও ভাগের অংশ দেওয়া নিয়ে জমি মালিক রূপতন সরকারের সঙ্গে তাদের বিরোধ চলছিল।
এহেন পরিস্থিতিতে বিএলএলআরও দপ্তর সহ বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের হয়। প্রশাসনের পক্ষ থেকে এদেরকে সরিয়ে অন্য কাউকে আধিয়ার হিসেবে নিয়োগ করার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু দোষী সাব্যস্ত ৪ জন সেই নির্দেশ মেনে জমি থেকে সরে যেতে আগ্রহ দেখায়নি। বরং তাঁরা ওই জমিতে বাঁশ পুঁতে ঘর বানানোর চেষ্টা করেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে রূপতন সরকারকে ২০০৫ সালের ২৪ জুলাই ঘটনাস্থলেই পিটিয়ে খুন করা হয়। এরপর রূপতন সরকারের ভাই উত্তম সরকার খুনের অভিযোগ দায়ের করেন। প্রায় ১৯ বছর মামলা চলার পর অভিযুক্ত ৪ জনকেই দোষী সাব্যস্ত করে আদালত। সেইমতো তাঁদের যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন সরকারি আইনজীবী অনিন্দিতা গুহ।