শিলিগুড়ি: ইউপিআই-তে পেমেন্টের নাম করে প্রতারণার অভিযোগে এক তরুণ ও এক তরুণীকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির পাকুড়তলা মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে ওই তরুণ ও তরুণী পাকুড়তলা মোড়ের একটি দোকান আসে। সেখানে যাবতীয় জিনিসপত্র কেনার পর দোকানদারকে তারা ইউপিআই-তে পেমেন্ট করবেন বলে জানান। এরপর পেমেন্ট হয়ে যাওয়া সংক্রান্ত ভুয়ো ছবিও ওই দোকানদারকে দেখান তারা। কিন্তু দোকানদারের সন্দেহ হওয়ায় তিনি খতিয়ে দেখেন, যে কোনও পেমেন্টই হয়নি। এরপর ওই দু’জনকে পাকড়াও করে খুঁটিতে বেঁধে রাখা হয়। ব্যবসায়ীরা ওই তরুণকে গণধোলাইও দেয়। খবর পেয়ে পানিট্যাংকি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে। ব্যবসায়ীদের অভিযোগ, এর আগেও ওই তরুণ-তরুণী এভাবে বিভিন্ন দোকানে জিনিসপত্র কিনে প্রতারণা চালিয়েছে। রবিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।