উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৪১ দিন পার হয়ে গিয়েছে আন্দোলনের। অবশেষে ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে রাজ্যের হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলির পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নবান্ন। এদিন মুখ্যসচিব দশ দফা নির্দেশিকা সম্বলিত একটি নোটিশ পাঠালেন স্বাস্থ্যসচিবকে। এর মধ্যে অন্যতম সমস্ত হাসপাতালে ‘প্যানিক বাটন’ সিস্টেম চালু করা।
আরজি কর কান্ডে ধর্ষণ এবং খুনের ঘটনার জন্য হাসপাতালের নিরাপত্তার অভাবকেই কাঠগড়ায় তোলা হয়েছে। জুনিয়র ডাক্তারেরা দীর্ঘ ৪১ দিন ধরে যে আন্দোলন চালিয়ে গেলেন তাঁর অন্যতম দাবিটিই ছিল নিরাপত্তা। অন্যথায় তাদের কর্মবিরতি চলতে থাকবে বলেই জানিয়েছিলেন তারা। রাজ্য তাদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরেও নিজেদের মাটি ছাড়েননি তাঁরা।
অবশেষে বৃহস্পতিবার সন্ধেবেলা নবান্ন থেকে বহু প্রত্যাশিত পদক্ষেপটি নেওয়া হল হাসপাতালগুলির সুরক্ষা পরিকাঠামো নিশ্চিত করতে। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে দশ দফা নির্দেশিকা সম্বলিত নোটিশ পাঠালেন মুখ্যসচিব মনোজ পন্থ। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে এবার থেকে সমস্ত হাসপাতালে বসানো হবে ‘প্যানিক বাটন’। যে কোনও অভিযোগ নেওয়ার জন্য সবসময় কার্যকরী রাখা হবে অভ্যন্তরীণ কমিটি এবং অন্য কমিটিগুলিকে । যত দ্রুত সম্ভব চালু হতে চলেছে কেন্দ্রীয় হেল্পলাইন নম্বর।
এখানেই শেষ নয়। সবকটি হাসপাতালে কর্তব্যরত ডাক্তারদের জন্য আলাদা বিশ্রামাগার ও শৌচালয়ের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে নবান্ন। নজর রাখা হচ্ছে পরিস্রুত পানীয় জলের দিকেও। কোনও রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রেও চালু হচ্ছে কেন্দ্রীয়ভাবে পরিচালিত ‘রেফারেল সিস্টেম’। সরকারি হাসপাতালগুলিতে কতগুলি শয্যা ফাঁকা রয়েছে, সেই সংক্রান্ত তথ্যের প্রতি মুহূর্তের আপডেটের কেন্দ্রীয়করনের ব্যবস্থা করা হবে বলেও জানা যাচ্ছে। বাইরে থাকা ডিসপ্লে বোর্ডে এই তথ্যগুলি দেখতে পারবেন সাধারণ মানুষ।