ব্রিসবেন : ২০৩২ সালে অলিম্পিকের আসর বসবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। তারপরই ভেঙে ফেলা হবে ঐতিহাসিক গাব্বা স্টেডিয়াম।
অলিম্পিকের কথা মাথায় রেখে প্রথমে গাব্বা স্টেডিয়ামকেই নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে সংস্কারে যে পরিমাণ অর্থ খরচ হবে তার থেকে নতুন স্টেডিয়াম তৈরি লাভজনক। পাশাপাশি ভবিষ্যতের কথা মাথায় রেখে ভিক্টোরিয়া পার্কে ষাট হাজার দর্শকাসন বিশিষ্ট নতুন একটি স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার প্রশাসন। স্টেডিয়ামটির নির্মাণ কাজে ৩.৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার খরচ হবে বলে জানা গিয়েছে।
এদিকে অলিম্পিকের পরই গাব্বা স্টেডিয়াম ভেঙে ফেলা হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘কুইন্সল্যান্ড ক্রিকেট, এএফএল, ব্রিসবেন লায়ন্সের সহযোগিতায় ও বোর্ডের উদ্যোগে ভিক্টোরিয়া পার্কে একটি নতুন স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া। গাব্বার মেয়াদ ফুরিয়ে এসেছে। অলিম্পিকের জন্য ব্রিসবেনের একটি নতুন স্টেডিয়াম প্রয়োজন।’